ফিচার ডেস্ক
আসছে শীত। বছরের শেষ। এ সময় অনেকে জমানো ছুটি নিয়ে যাবেন ভ্রমণে। অতিরিক্ত খরচ না করে কীভাবে ছুটি উপভোগ করা যায়, সে বিষয়ে রইল চারটি টিপস।
সহজ বুকিং যে এলাকায় ঘুরতে যেতে চান, সেখানকার হোটেল বা রিসোর্ট বুকিং সহজ কি না, জেনে নিন। বুকিং করার পর জরুরি কারণে ট্রিপ পেছানো কিংবা বাদ দিতে হলে কোনো সুবিধা পাবেন কি না এবং বুকিং বাতিল করার সময়সীমা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বুকিং বাতিল বা পেছানোর ক্ষেত্রে যেসব হোটেলে সমস্যা হয়, সেগুলোতে অগ্রিম বুকিং না দেওয়া ভালো।
স্থানীয় রেস্তোরাঁ
হোটেলের খাবার এবং ট্যুরিস্ট রেস্তোরাঁগুলো বেশির ভাগ সময় ব্যয়বহুল হয়। তাই সস্তা ও সুস্বাদু খাবারের জন্য স্থানীয় রেস্তোরাঁ খুঁজে বের করার চেষ্টা করুন। এতে ভালো খাবারের পাশাপাশি অর্থও সাশ্রয় হয়। সে ক্ষেত্রে আগেভাগে দেখে নেওয়ার সুযোগ থাকলে ভালো হয়।
গণপরিবহন
ভ্রমণে গিয়ে বিভিন্ন স্পটে যাতায়াতের সুবিধা বড় চিন্তা। এ ক্ষেত্রে স্থানীয় পরিবহন ব্যবহার করা ভালো। তাতে অর্থ সাশ্রয় হবে। নিজের মতো ঘুরতে চাইলে স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলুন।
ভ্রমণবিমা
ভ্রমণপিয়াসি হয়ে থাকলে ভ্রমণবিমা সম্পর্কে খোঁজখবর নিন। যেকোনো ওভারল্যাপ এড়াতে স্বাস্থ্যবিমা নিশ্চিত করুন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভ্রমণবিমার নীতি একেক দেশে একেক রকম।
সূত্র: এমএসএন
আসছে শীত। বছরের শেষ। এ সময় অনেকে জমানো ছুটি নিয়ে যাবেন ভ্রমণে। অতিরিক্ত খরচ না করে কীভাবে ছুটি উপভোগ করা যায়, সে বিষয়ে রইল চারটি টিপস।
সহজ বুকিং যে এলাকায় ঘুরতে যেতে চান, সেখানকার হোটেল বা রিসোর্ট বুকিং সহজ কি না, জেনে নিন। বুকিং করার পর জরুরি কারণে ট্রিপ পেছানো কিংবা বাদ দিতে হলে কোনো সুবিধা পাবেন কি না এবং বুকিং বাতিল করার সময়সীমা সম্পর্কে ভালোভাবে জেনে নিন। বুকিং বাতিল বা পেছানোর ক্ষেত্রে যেসব হোটেলে সমস্যা হয়, সেগুলোতে অগ্রিম বুকিং না দেওয়া ভালো।
স্থানীয় রেস্তোরাঁ
হোটেলের খাবার এবং ট্যুরিস্ট রেস্তোরাঁগুলো বেশির ভাগ সময় ব্যয়বহুল হয়। তাই সস্তা ও সুস্বাদু খাবারের জন্য স্থানীয় রেস্তোরাঁ খুঁজে বের করার চেষ্টা করুন। এতে ভালো খাবারের পাশাপাশি অর্থও সাশ্রয় হয়। সে ক্ষেত্রে আগেভাগে দেখে নেওয়ার সুযোগ থাকলে ভালো হয়।
গণপরিবহন
ভ্রমণে গিয়ে বিভিন্ন স্পটে যাতায়াতের সুবিধা বড় চিন্তা। এ ক্ষেত্রে স্থানীয় পরিবহন ব্যবহার করা ভালো। তাতে অর্থ সাশ্রয় হবে। নিজের মতো ঘুরতে চাইলে স্থানীয় গাড়ি ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলুন।
ভ্রমণবিমা
ভ্রমণপিয়াসি হয়ে থাকলে ভ্রমণবিমা সম্পর্কে খোঁজখবর নিন। যেকোনো ওভারল্যাপ এড়াতে স্বাস্থ্যবিমা নিশ্চিত করুন। মনে রাখা গুরুত্বপূর্ণ যে ভ্রমণবিমার নীতি একেক দেশে একেক রকম।
সূত্র: এমএসএন
১৯৫১ সাল। ইরানের রাজা রেজা শাহ পাহলভি এলেন পৃথিমপাশা জমিদারবাড়িতে। সে এক হুলুস্থুল ব্যাপার! এ বাড়ির পূর্বপুরুষেরা ইরান থেকে এসেছিলেন বলে জানা যায়।
৩ দিন আগেশীতে কাপড় ভালো রাখতে সেগুলোকে যেমন রোদে মেলে দিতে হয়, সম্পর্ক উন্নয়নে মাঝেমধ্যে তেমনি ভ্রমণেও যেতে হয়। শীত চলে এসেছে। ভ্রমণপ্রেমীরা হয়ে উঠেছেন সরব।
৩ দিন আগেপর্যটন বন্ধে কারফিউ! হ্যাঁ, তেমনটিই ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। গ্রামের নাম বুকচন হ্যানোক। দক্ষিণ কোরিয়ার জংনো জেলায় এর অবস্থান। বুকচন হ্যানোক দেশটির ‘মাস্ট ভিজিট’ পর্যটন গন্তব্য।
৩ দিন আগেভ্রমণের স্বাদ একবার রক্তে ঢুকলে, তা থেকে মুক্তি পাওয়া কঠিন। এক অদৃশ্য তাড়না কাজ করতে থাকে ভেতরে-ভেতরে।
৩ দিন আগে