ভ্রমণ ডেস্ক
বিশাল বনভূমির অধিকারী ভারতে রয়েছে দুর্দান্ত সব বনাঞ্চল, যেখানে চাইলেই আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় বনাঞ্চল হলো:
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
এ অঞ্চলটি পাহাড়ি বৃষ্টি বন এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরসবুজ বন নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি পাখি, স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
মালদা হিজল ফরেস্ট
ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় মালদার হিজল বন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে পানি থাকে না, তাই ওই কয়েক মাসই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়।
ইদ্দুকি, কেরালা
দক্ষিণ ভারতের এই অঞ্চলের রাস্তাগুলো চলে গেছে বনের ভেতর দিয়ে। তবে বনের মাঝের রাস্তা দিয়ে চলাচলের সময় হাতির দিকে নজর রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
শোলেয়ার ফরেস্ট রেঞ্জ
ভারতের বনাঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতাসম্পন্ন আথিরিপল্লি জলপ্রপাত।
মধুমালাই জাতীয় উদ্যান
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য। অনেক প্রজাতির উদ্ভিদসহ কিছু বিপন্ন প্রজাতির পাশাপাশি ৫০০টির বেশি প্রজাতির প্রাণী এখানে দেখা যায়।
বিশাল বনভূমির অধিকারী ভারতে রয়েছে দুর্দান্ত সব বনাঞ্চল, যেখানে চাইলেই আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় বনাঞ্চল হলো:
সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
এ অঞ্চলটি পাহাড়ি বৃষ্টি বন এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরসবুজ বন নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি পাখি, স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্যে পরিপূর্ণ।
মালদা হিজল ফরেস্ট
ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় মালদার হিজল বন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে পানি থাকে না, তাই ওই কয়েক মাসই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়।
ইদ্দুকি, কেরালা
দক্ষিণ ভারতের এই অঞ্চলের রাস্তাগুলো চলে গেছে বনের ভেতর দিয়ে। তবে বনের মাঝের রাস্তা দিয়ে চলাচলের সময় হাতির দিকে নজর রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।
শোলেয়ার ফরেস্ট রেঞ্জ
ভারতের বনাঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতাসম্পন্ন আথিরিপল্লি জলপ্রপাত।
মধুমালাই জাতীয় উদ্যান
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য। অনেক প্রজাতির উদ্ভিদসহ কিছু বিপন্ন প্রজাতির পাশাপাশি ৫০০টির বেশি প্রজাতির প্রাণী এখানে দেখা যায়।
তরুণদের মধ্যে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে তাদের বলা হচ্ছে জেন জি বা জেনারেশন জেড। একাডেমিক পড়াশোনার পাঠ চুকিয়ে করোনা চলাকালীন কর্মক্ষেত্রে প্রবেশ শুরু করে এই প্রজন্ম। কিন্তু তাদের নিয়ে সবার যে প্রত্যাশা এরই মধ্যে তাতে ধুলো পড়তে শুরু করেছে।
২ দিন আগেআমন্ত্রণ নয়, রাজশাহী আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছে। ছাতিমের সুগন্ধ ছাড়িয়ে রাজশাহী এখন ম-ম করছে হাঁসের মাংস ভুনার সুগন্ধে। সাদা ভাত আর গরম-গরম মাংস ভুনা। বিকেলে বাটার মোড়ের জিলাপির সঙ্গে নিমকি দিয়ে হালকা নাশতা। আলোর শহর রাজশাহী ঘুরে দেখার পর সন্ধ্যায় সিঅ্যান্ডবি মোড়ে গরম-গরম রসগোল্লার সঙ্গে পুরি।
৩ দিন আগেশুধু কলাপাড়া বললে অনেকে হয়তো জায়গাটা চিনবেন না। কিন্তু কুয়াকাটার কথা বললে চিনবেন প্রায় সবাই। কুয়াকাটা সৈকতের জন্য কলাপাড়া এখন সুপরিচিত। এখানে আছে এক বিখ্যাত খাবার। জগার মিষ্টি।
৩ দিন আগেঢাকা শহরের গলিগুলো এখন খাবারের ঘ্রাণে উতলা থাকে। এদিক-ওদিক তাকালেই দেখবেন, কোথাও না কোথাও একটি লাইভ বেকারি। এতে বেক করা হচ্ছে পাউরুটি, বিভিন্ন ধরনের কেক-বিস্কুট কিংবা বাটার বান। কৌতূহল নিয়ে এক পিস কিনে মুখে পুরে দিতে পারেন। এগুলোর দামও যে খুব আহামরি, তা কিন্তু নয়।
৩ দিন আগে