Ajker Patrika

বন দেখতে ভারতের কোথায় যাবেন

ভ্রমণ ডেস্ক
বন দেখতে ভারতের কোথায় যাবেন

বিশাল বনভূমির অধিকারী ভারতে রয়েছে দুর্দান্ত সব বনাঞ্চল, যেখানে চাইলেই আপনি ঘুরতে যেতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য কয়েকটি উল্লেখযোগ্য ভারতীয় বনাঞ্চল হলো:

সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক
এ অঞ্চলটি পাহাড়ি বৃষ্টি বন এবং গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র চিরসবুজ বন নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের উদ্ভিদের পাশাপাশি পাখি, স্তন্যপায়ী প্রাণীর জীববৈচিত্র্যে পরিপূর্ণ। 

মালদা হিজল ফরেস্ট
ভারতের বৃহত্তম এবং এশিয়ার মধ্যে তৃতীয় মালদার হিজল বন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত বিলে পানি থাকে না, তাই ওই কয়েক মাসই হিজল বনে ঘোরার উপযুক্ত সময়। 

ইদ্দুকি, কেরালা
দক্ষিণ ভারতের এই অঞ্চলের রাস্তাগুলো চলে গেছে বনের ভেতর দিয়ে। তবে বনের মাঝের রাস্তা দিয়ে চলাচলের সময় হাতির দিকে নজর রাখতে হবে। তা না হলে ঘটে যেতে পারে দুর্ঘটনা।

শোলেয়ার ফরেস্ট রেঞ্জ
ভারতের বনাঞ্চলগুলোর মধ্যে এটি অন্যতম। জীববৈচিত্র্যের পাশাপাশি এই অঞ্চলে রয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতাসম্পন্ন আথিরিপল্লি জলপ্রপাত।

মধুমালাই জাতীয় উদ্যান
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নীলগিরি জেলার নীলগিরি পাহাড়ে অবস্থিত মধুমালাই জাতীয় উদ্যান এবং বন্য প্রাণী অভয়ারণ্য। অনেক প্রজাতির উদ্ভিদসহ কিছু বিপন্ন প্রজাতির পাশাপাশি ৫০০টির বেশি প্রজাতির প্রাণী এখানে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত