Ajker Patrika

হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না, মোটা দাগের বই লাগবে: শফিকুল আলম

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ০২
সেমিনারে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা
সেমিনারে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা যদি চিপ (সস্তা) কথাবার্তা বলি ওই সময় ফ্যাসিজম হয়েছে, এগুলো টিকবে না। আমাদের মোটাদাগের বই লাগবে। ব্রিলিয়ান্ট জার্নালিজম লাগবে। ভালো পিআর রিভিউ যেগুলো জার্নালে ছাপানো যায়, সে রকম কাজ লাগবে।’

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর গুলশান লেকশোর হোটেলে ‘হাসিনার গোয়েবলস: ফ্যাসিবাদের জন্য বৈধতা নির্মাণ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে ফ্যাসিবাদবিরোধী ঐক্য।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ইতিহাসে হাসিনার ১৫ বছর খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের সবার জানা উচিত, কী হয়েছিল। এখন আমরা যেটা দেখছি, চিপ কথাবার্তা, চিপ প্রোটেস্ট্যান্ট। এতে তাকে ভিকটিম হিসেবে অনেকে উপস্থাপন করতে চাইবে। গত ১৫ বছরে হাসিনার যে অপরাধ ছিল, ফ্যাসিবাদকে যেভাবে প্রতিষ্ঠা করেছে, সেটাকে ব্রিলিয়ান্টলি বিশ্বব্যাপী তুলে ধরতে হবে। লেখাটা এমনভাবে তৈরি করেন যাতে পশ্চিমা দূতাবাসে এটা দিতে পারেন।’

শফিকুল আলম আরও বলেন, ‘আমরা মোটাদাগে একটা জিনিস জানাচ্ছি, উনি ফ্যাসিস্ট ছিলেন। প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে আমাদের জানাতে হবে সে কীভাবে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করেছে। আপনি একজন এডিটরকে দেখেন, সে কীভাবে ফ্যাসিজমের বৈধতা দিয়েছে। গত ১৫ বছরে সে যতগুলো কলাম লিখেছে, সেটাকে আপনি অ্যানালাইসিস করেন। প্রতিটি শব্দ ধরে ধরে বিশ্লেষণ করেন। পরে এটা জার্নালে প্রকাশ করেন। তাহলে এটা থাকবে। অন্যথা সস্তা কথাবার্তা বলে, ওই সময় যে ফ্যাসিজম হয়েছে, এগুলো টিকবে না।’

সেমিনারে আরও বক্তব্য দেন গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গড়ে ওঠা সংগঠন ‘মায়ের ডাকের’ সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, আমার বাংলাদেশ পার্টির (এবি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ প্রমুখ।

সেমিনারে বিগত সরকারের আমলে মূলধারার দুটি গণমাধ্যমের নেতিবাচক দিক বিশ্লেষণ করেন মোহাম্মদ ইশরাক। তিনি তাঁর উপস্থাপনায় দেখান, গণমাধ্যম কীভাবে জঙ্গি নাটককে বৈধতা দিয়েছে, কোন রাজনৈতিক গোষ্ঠীকে কোণঠাসা করেছে। আবার কোন রাজনৈতিক পক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত