নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ চলেছে। রাতে কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন আহতও হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গিয়ে তাঁদের শান্ত করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণে দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়।
এ বিষয়ে আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বেলা ১১টায় বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
বিএনপির সঙ্গে এ বৈঠক চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান ডায়ালগের অংশ হিসেবে এই মিটিং হয়েছে।
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন চলছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজকে বিএনপির সঙ্গে কথা হয়েছে। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানবেন।’
গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ‘গুজব’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমরা প্রচুর কল পেয়েছি, প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তাঁর ছবি দিচ্ছি আমরা। কালকেও অনেকগুলো মিটিং করেছেন। আজকেও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।’
রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যাঁরা বিক্ষোভ করেছেন, তাঁদের বলেছি, যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশের সিকিউরিটি বাড়িয়েছি।’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। এই বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত পোষণ করে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আইন উপদেষ্টার বক্তব্য এবং সরকারের একমত পোষণের পরবর্তী ধাপে সরকার কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা কি আমরা লিখতে পারি? সাংবাদিকদের এই প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘জ্ব।’
গতকালের বিক্ষোভ, আল্টিমেটাম—এসব নিয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করছে, তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যায় সেটার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়িয়েছি।’
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে। দলটির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার দিনভর বিক্ষোভ চলেছে। রাতে কিছু বিক্ষোভকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন। তাঁদের বাধা দেয় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন আহতও হন। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা গিয়ে তাঁদের শান্ত করেন এবং রাষ্ট্রপতিকে অপসারণে দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়।
এ বিষয়ে আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বেলা ১১টায় বৈঠক হয়েছে। এ সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন।
বিএনপির সঙ্গে এ বৈঠক চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ উল্লেখ করে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান ডায়ালগের অংশ হিসেবে এই মিটিং হয়েছে।
রাষ্ট্রপতির অপসারণের দাবিতে আন্দোলন চলছে, আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রচুর কথা হচ্ছে। এটার অংশ হিসেবে আজকে বিএনপির সঙ্গে কথা হয়েছে। কোনো ডেভেলপমেন্ট হলে আপনারা জানবেন।’
গতকাল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ‘গুজব’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমরা প্রচুর কল পেয়েছি, প্রফেসর ইউনূসের স্বাস্থ্য নিয়ে অনেকে ইনকোয়ারি করেছেন। আমরা জানাতে চাই, তিনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনই তিনি মিটিং করেন, তাঁর ছবি দিচ্ছি আমরা। কালকেও অনেকগুলো মিটিং করেছেন। আজকেও তিনি বিএনপির সঙ্গে মিটিংয়ে ছিলেন।’
রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যাঁরা বিক্ষোভ করেছেন, তাঁদের বলেছি, যেন বঙ্গভবনের পাশ থেকে সরে যান। গতকাল থেকে বঙ্গভবনের আশপাশের সিকিউরিটি বাড়িয়েছি।’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। এই বক্তব্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টার বক্তব্যের সঙ্গে সরকার একমত পোষণ করে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আইন উপদেষ্টার বক্তব্য এবং সরকারের একমত পোষণের পরবর্তী ধাপে সরকার কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।’
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এটা কি আমরা লিখতে পারি? সাংবাদিকদের এই প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘জ্ব।’
গতকালের বিক্ষোভ, আল্টিমেটাম—এসব নিয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের অবস্থান তো আপনারা দেখছেন, যারা বিক্ষোভ করছে, তারা যেন বঙ্গভবনের আশপাশ থেকে সরে যায় সেটার জন্য বলেছি। বঙ্গভবনের সিকিউরিটি বাড়িয়েছি।’
এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদল বৈঠক করে। দলটির প্রতিনিধিদলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্বের উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মার্কিন সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছে, তিনি ব্যবসায়িক অংশীদার হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নির্ম
৪ ঘণ্টা আগে‘আওয়ামী লীগও অন্য যে কোনো দলের মতো নির্বাচনে অংশ নিতে পারবে। আমরা তাঁদের রাজনৈতিক ময়দানে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। তবে এর আগে তাদের আচরণ এবং অতীতে সংঘটিত অপরাধের জন্য দায় মেনে নিতে হবে। একবার তাঁরা আইনি বাধাগুলো কাটিয়ে উঠলে নির্বাচনে তাদের স্বাগত জানানো হবে।’
৫ ঘণ্টা আগেমাধ্যমিক শিক্ষার্থীদের ক্লাসের অ্যাসাইনমেন্ট হিসেবে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্যপ্রাপ্তির আবেদন করতে দিলে এই আইন সম্পর্কে ধারণা ও বাস্তবায়ন বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।
৬ ঘণ্টা আগেপুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটে ৫৪ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিদায়ী পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
৭ ঘণ্টা আগে