অনলাইন ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংস্কারের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের “কান্ট্রি টিম” (বাংলাদেশে জাতিসংঘের দল) আপনাদের সমর্থন করতে উন্মুখ।’ এ সময় তিনি বলেন, সদ্য গৃহীত ‘ইউএন প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক এবং এর রেয়াতি তহবিল দেশের জন্য প্রযোজ্য। গুতেরেস বৈঠক বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, ‘তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রদের নেতৃত্ব সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরেন। এই আন্দোলন শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি বলেন, ‘তরুণেরা জীবন দিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি।’
বৈঠকে এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশে অবস্থান করা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্ত করছে।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি জানিয়েছেন, বাংলাদেশে সংস্কারের যেকোনো উদ্যোগকে সমর্থন করবে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই সমর্থন ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘জাতিসংঘের “কান্ট্রি টিম” (বাংলাদেশে জাতিসংঘের দল) আপনাদের সমর্থন করতে উন্মুখ।’ এ সময় তিনি বলেন, সদ্য গৃহীত ‘ইউএন প্যাক্ট অব দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য খুবই প্রাসঙ্গিক এবং এর রেয়াতি তহবিল দেশের জন্য প্রযোজ্য। গুতেরেস বৈঠক বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে বলেন, ‘তারা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
প্রধান উপদেষ্টা জুলাই-আগস্টের ছাত্রদের নেতৃত্ব সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়টি জাতিসংঘ মহাসচিবের সামনে তুলে ধরেন। এই আন্দোলন শেখ হাসিনার নৃশংস স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল। তিনি বলেন, ‘তরুণেরা জীবন দিয়েছে বলেই আমি এখানে আসতে পেরেছি।’
বৈঠকে এই দুই নেতা জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট এবং জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশে অবস্থান করা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন নিয়েও আলোচনা করেন। উল্লেখ্য, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার তদন্ত করছে।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
৬ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
৭ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
৯ ঘণ্টা আগে