Ajker Patrika

সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিলিকন সিটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট

সাভারের সিলিকন সিটি আবাসন প্রকল্পের সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আবাসন কোম্পানির অবৈধ ও অননুমোদিতভাবে মাটি ভরাটের ফলে জলাশয়ের যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা জেলার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন। 

ঢাকা জেলার সাভার উপজেলার বড়বরদেশী মৌজায় চাপড়ার খালসহ অন্যান্য জলাশয়, কৃষিজমি ও নদীর অংশবিশেষ রক্ষায় ব্যর্থতা কেন অবৈধ ও জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ভরাটকৃত এলাকা পুনরুদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না এবং জলাধার ভরাটের ক্ষতিপূরণ সিলিকন সিটি আবাসন কোম্পানির নিকট থেকে আদায় করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

ভূমি মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা জেলার জেলা প্রশাসক, ঢাকার পুলিশ সুপার, সিলিকন ল্যা-ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

বেলার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আশরাফ আলী। তাঁকে সহযোগিতা করেন এস. হাসানুল বান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব শেখ সাইফুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত