অনলাইন ডেস্ক, ঢাকা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সদস্য নির্ধারণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেককে অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার হতে হবে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্বাচিত প্রতিনিধিকে সদস্যসচিব করার আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়—বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো: আহ্বায়ক-মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীম।
অফিস আদেশে বলা হয়েছে—জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হবেন।
অফিস আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়— (ক) সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন; (খ) অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদ্ঘাটন; (গ) এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তবে বাকি সদস্যদের বিষয়ে ব্যক্তি নির্ধারণ করা হয়নি। অফিস আদেশে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর থেকে সদস্য নির্ধারণের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রত্যেককে অন্তত যুগ্ম সচিব পদমর্যাদার হতে হবে বলে উল্লেখ রয়েছে। এর মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে নির্বাচিত প্রতিনিধিকে সদস্যসচিব করার আদেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়—বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয় তদন্তের জন্য নিম্নরূপ তদন্ত কমিটি গঠন করা হলো: আহ্বায়ক-মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীম।
অফিস আদেশে বলা হয়েছে—জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধিরা সদস্য হবেন।
অফিস আদেশে এই কমিটির কার্যপরিধি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়— (ক) সংঘটিত অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন; (খ) অগ্নি দুর্ঘটনার পেছনে কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব আছে কি না, তা উদ্ঘাটন; (গ) এজাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রেরণ।
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
২ ঘণ্টা আগেমার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি। এতে নিহত হয়েছেন ৬০৪ জন এবং আহত ১ হাজার ২৩১ জন। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগেশনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
৫ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
৫ ঘণ্টা আগে