Ajker Patrika

কর্মবিরতির ঘোষণা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

অনলাইন ডেস্ক
কর্মবিরতির ঘোষণা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

২৫ ফেব্রুয়ারি অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। আজ মঙ্গলবার পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, অর্থাৎ ক্যাডার যার মন্ত্রণালয় তার; জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক ডিএস পুলে কোটা পদ্ধতি বাতিল করে ১৯৭৯ সালের এসএসপি পুনর্বহাল করে মেধাভিত্তিক  নিয়োগ পদ্ধতি চালু করা এবং সব ক্যাডারের সমতা নিশ্চিত করতে সুপারিশ করেছে ২৫টি ক্যাডার। কিন্তু প্রশাসন ক্যাডারের সদস্যদের মাধ্যমে গঠিত পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব দাবির কোনো প্রতিফলন ঘটেনি।

পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে, স্বল্প সময়ের মধ্যেই এ বিষয়ে দেশবাসীকে বিস্তারিত জানানো হবে এবং সংশ্লিষ্টদের লিখিতভাবে অবহিত করাসহ ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখা হবে। বৈষম্যহীন, জনবান্ধব সিভিল সার্ভিস না হওয়া পর্যন্ত পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারা দেশের সব দপ্তরে অর্ধদিবস কর্মবিরতি। ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে ব্যানারসহ অবস্থান করবেন। ২৭ ফেব্রুয়ারির মধ্যে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি পূরণে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও পক্ষপাতদুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা দেওয়া কার্যক্রম এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত