রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে মেরামতের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২–এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ফলে ফ্লাইট সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত সব এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের তাঁদের ফ্লাইট সূচি পুনর্নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মধ্যরাতে সাড়ে ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে মেরামতের জন্য আগামী ১ থেকে ১৪ অক্টোবর ২০২৪ পর্যন্ত রাত ১টা থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত রানওয়ের কার্যক্রম ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকবে। এই সময়ে বিমানবন্দরের সেন্ট্রাল লাইন লাইট, রানওয়ে টার্চ ডাউন, সেভেন ওয়ান লাইট, রানওয়ে-১৪ ও ৩২–এর স্টপ ওয়ে লাইটিং সিস্টেম ইনস্টলেশন এবং রানওয়ে মেইনটেনেন্সের (সিভিল) কাজ সম্পন্ন করা হবে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ও গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রানওয়েতে আইএলএস ক্যাটাগরি-২ সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ১৪ দিন রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে। এই মেরামতকালীন বিমানবন্দরের সব ফ্লাইটের অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ফলে ফ্লাইট সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এ–সংক্রান্ত সব এয়ারলাইন ও স্টেকহোল্ডারদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মানিত যাত্রীদের তাঁদের ফ্লাইট সূচি পুনর্নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। বিমানবন্দরের পক্ষ থেকে মেরামতের কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
গ্রীষ্মকালীন মৌসুমি ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিড পোস্টের মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোনা বাদে) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।
৪ মিনিট আগেফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পাশে রয়েছে। আল আকসা মসজিদের নামে স্মারক পাসপোর্ট ইস্যুর আশ্বাস ও ফিলিস্তিন টিভি প্রতিনিধি সফর নিয়েও আলোচনা হয়।
১২ মিনিট আগেবাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আগের দুই মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে তাঁকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
২১ মিনিট আগেঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। এ উপলক্ষে বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের কূটনীতিক, দিল্লির নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
৩ ঘণ্টা আগে