নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
নূর মোহাম্মদ আজমি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদন রেডি করছি। কাল শুনানি হতে পারে।’
এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এর পর থেকেই আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, রিকশাচালকদের আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
হাইকোর্ট আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি দায়ের করেন।
আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, প্যাডেলচালিত রিকশার সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের পদক্ষেপ নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে যাচ্ছে রাষ্ট্রপক্ষ। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমি।
নূর মোহাম্মদ আজমি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আবেদন রেডি করছি। কাল শুনানি হতে পারে।’
এর আগে গত ১৯ নভেম্বর হাইকোর্ট এক আদেশে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। এর পর থেকেই আন্দোলন করছেন ব্যাটারিচালিত রিকশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অভিযোগ উঠেছে, রিকশাচালকদের আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
হাইকোর্ট আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
প্যাডেলচালিত বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ ওই আদেশ দেন।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহিরুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মো. মমিন আলী রিটটি দায়ের করেন।
আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, প্যাডেলচালিত রিকশার সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন।
পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনসহ মোট ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেবে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১ ঘণ্টা আগেনবগঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ও চার কমিশনার শপথ গ্রহণ করেছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর স্বাক্ষর বইতে স্বাক্ষর করেন তনু নির্বাচন কমিশনাররা...
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মো. বাবুকে (৩৬) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সেখানে ভেজথানি হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উচ্চ আদালত থেকে একটি ভালো নির্দেশনা আসবে বলে আশা করছি। সে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব...
১ ঘণ্টা আগে