কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ইইউর পতাকা যুক্ত করে এক এক্স-পোস্টে (টুইটার) তিনি বলেন, ঢাকায় আবার আসতে পেরে ভালো লাগছে।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আলাদা এক এক্স-পোস্টে জানান, শ্রম ও মানবাধিকার বিষয়ে আলাপ করতে আসা প্যাম্পালোনির দল গতকালই ঢাকার বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে যায়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশুরা তিন চাকার যে ভ্যানে করে স্কুলে আসা-যাওয়া করে, তাতে চড়ে ও চালিয়ে দেখেন তাঁরা।
ইইউ প্রতিনিধিদলটি এমন সময় বাংলাদেশ সফর করছে, যখন পোশাকশিল্পের কর্মীদের বড় একটি অংশ ঢাকা এবং গাজীপুরসহ কয়েকটি স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে।
প্রতিনিধিদলটি আগামী বুধবার পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে।
ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তা দেখবে বলে ঢাকায় ইইউর এক কর্মকর্তা জানান।
প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।
শ্রম অধিকারের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগোল তা দেখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গতকাল রোববার ঢাকায় পৌঁছেছে।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি। ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ইইউর পতাকা যুক্ত করে এক এক্স-পোস্টে (টুইটার) তিনি বলেন, ঢাকায় আবার আসতে পেরে ভালো লাগছে।
ঢাকায় ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলে আলাদা এক এক্স-পোস্টে জানান, শ্রম ও মানবাধিকার বিষয়ে আলাপ করতে আসা প্যাম্পালোনির দল গতকালই ঢাকার বাড্ডায় প্রতিবন্ধী শিশুদের একটি স্কুলে যায়। সেখানে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তাঁরা। শিশুরা তিন চাকার যে ভ্যানে করে স্কুলে আসা-যাওয়া করে, তাতে চড়ে ও চালিয়ে দেখেন তাঁরা।
ইইউ প্রতিনিধিদলটি এমন সময় বাংলাদেশ সফর করছে, যখন পোশাকশিল্পের কর্মীদের বড় একটি অংশ ঢাকা এবং গাজীপুরসহ কয়েকটি স্থানে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে।
প্রতিনিধিদলটি আগামী বুধবার পররাষ্ট্রসচিব, বাণিজ্যসচিব ও শ্রমসচিবের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে।
ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিকদের ভূমিকা বাড়ানো, শ্রমিকদের নিপীড়ন ও হয়রানি রোধ, শ্রমিকদের ইউনিয়নে সংগঠিত হওয়ার বিরুদ্ধে নেওয়া বিভিন্ন ব্যবস্থার অবসান, ন্যায্য ছুটি পাওয়ার সুযোগ তৈরি ও শিশুশ্রম বিলোপের জন্য চেষ্টা করাসহ জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সরকারের যে অঙ্গীকার রয়েছে, তা কতটুকু রক্ষা হয়েছে, ইইউ প্রতিনিধিদলটি তা দেখবে বলে ঢাকায় ইইউর এক কর্মকর্তা জানান।
প্রতিনিধিদলটি আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। এর বাইরে শ্রম অধিকার নিয়ে কাজ করে, এমন কয়েকটি সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাদের।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৭ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১০ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৩ ঘণ্টা আগে