Ajker Patrika

টিএসসিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন, ত্রাণের ৮ কোটি যাবে ত্রাণ মন্ত্রণালয়ে

ঢাবি প্রতিনিধি
টিএসসিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন, ত্রাণের ৮ কোটি যাবে ত্রাণ মন্ত্রণালয়ে

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় গত সেপ্টেম্বরে বন্যাকবলিতদের জন্য উত্তোলন করা নগদ অর্থের মধ্যে অবশিষ্ট ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ১ কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যায় খরচ করার সিদ্ধান্তও নিয়েছেন তাঁরা। 

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলেন, ‘ফেনী, নোয়াখালী, চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর জন্য গত মাসে টিএসসিতে ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা টাকা উত্তোলিত হয়েছে। যার মধ্যে ১ কোটি ৭৮ লাখ ৩৩ হাজার টাকা খরচ হয়েছে। বাকি টাকাগুলোর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের হাতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে।’ 

লুৎফর রহমান আরও বলেন, ‘আমরা আগামীকাল (বুধবার) এ টাকাটা ত্রাণ মন্ত্রণালয়ে হস্তান্তর করব।’ 

এ ছাড়া উত্তরবঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ কোটি ৯১ লাখ টাকা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত