Ajker Patrika

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫: ২৩
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের দেখাশোনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দায়িত্ব সরকারের।’

আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসরুমে বাইপাইলে গুলিতে নিহত মো. রমজান আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের সময় যেভাবে ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের জন্যই আমরা বেঁচে আছি, বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছি।’

এ সময় তথ্য উপদেষ্টা নিহত রমজান আলীর পরিবারের খোঁজ-খবর নেন। সেখানে তিনি সব নিহতের পরিবারকে মাসিক ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন। উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় নিহত রমজানের পরিবার থেকে তাঁর বাবা ও ছোট বোন উপস্থিত ছিলেন।

রমজান আলী নাটোরের সিংড়ায় একটি কলেজে ডিগ্রিতে পড়াশোনা করতেন। তাঁর পরিবারের কেউ উপার্জনক্ষম না থাকায় বাইপাইলে একটি মাছের আড়তে কাজ করে তিনি পুরো পরিবারের খরচ চালাতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তিনি আন্দোলনে অংশ নেন এবং ৫ আগস্ট গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত