কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে দেশটি। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে এ কথা জানান ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।’
প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’
সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
এর আগে আজ রোববার সকালে সীমান্ত পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে কথা বলবে।
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার স্থলসীমান্তের মধ্যে ভারত ৩ হাজার ২৭১ কিলোমিটার দীর্ঘ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে। ৮৭৫ কিলোমিটার বেড়া দেওয়া বাকি আছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সীমান্ত অপরাধহীন রাখতে সহযোগিতামূলক ব্যবস্থায় জোর দিচ্ছে ভারত। সে ক্ষেত্রে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সমঝোতা চুক্তি অনুযায়ী সহযোগিতা চেয়েছে দেশটি। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে এ কথা জানান ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা। দুই দেশের সীমান্তে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎ প্রায় ৪৫ মিনিট চলে।
ভারতের হাইকমিশনার বলেন, ‘সীমান্ত অপরাধহীন রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়।’
প্রণয় ভার্মা বলেন, ‘নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে।’
সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
এর আগে আজ রোববার সকালে সীমান্ত পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে ডেকে কথা বলবে।
উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার স্থলসীমান্তের মধ্যে ভারত ৩ হাজার ২৭১ কিলোমিটার দীর্ঘ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে। ৮৭৫ কিলোমিটার বেড়া দেওয়া বাকি আছে।
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় আজ সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
২ মিনিট আগেঢাকার বায়ুদূষণ রোধে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ২০২০ সালে দেওয়া ৯ দফা নির্দেশনা বাস্তবায়ন করতেও বলা হয়েছে। এ ছাড়া এই বিষয়ে আগামী ২৬ জানুয়ারি প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দে
১ ঘণ্টা আগেপূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে বরাদ্দের অভিযোগে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে আজ রোববার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মাম
১ ঘণ্টা আগেসেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পর্যায়ের কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার গত ১৭ সেপ্টেম্বর প্রথমবার সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়। এটি দ্বিতীয়বার মেয়াদ বাড়ানো হ
২ ঘণ্টা আগে