নীলফামারী প্রতিনিধি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে।
আবুল ফজল বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তাঁরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাঁদের কাছে দাবি করা যে আপনারা এত দিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি, আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে নাগরিকের অধিকার কী জিনিস এবং নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। আমার মনে হয়, এটাকে আমাদের কাজে লাগানো উচিত।’
অতীতের নির্বাচনের কথায় আবুল ফজল বলেন, ‘আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে ভাবমূর্তি পুনরুদ্ধার করার। নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’
আগামী নির্বাচনের কথায় নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি, আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতরে আমার এজেন্ট উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তা-ই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধু একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি, এবার আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’
আবুল ফজল আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র। সে যে রং ধারণ করবে, তার অধীন সবাই পানির মতো, সে-ও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সব লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত, স্বচ্ছ ও সৎ থাকি, আমাদের অধীনে যাঁরা নির্বাচন করবেন, তাঁরাও সৎ থাকতে বাধ্য।’
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ‘নির্বাচনে তো কিছু চ্যালেঞ্জ থাকে। তবে এবারের নির্বাচনে আমরা চ্যালেঞ্জের থেকে সুবিধা বেশি দেখতে পাচ্ছি।’
আজ সোমবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাচন কার্যালয় ওই সভার আয়োজন করে।
আবুল ফজল বলেন, ‘বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে-ময়দানে নির্বাচনের কথা বলছেন, তাঁরা দীর্ঘদিন গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ইত্যাদি নিয়েই দাবি তুলেছেন, কথা বলেছেন। আমার মনে হয়, আমাদের সময় এসেছে তাঁদের কাছে দাবি করা যে আপনারা এত দিন ধরে যে দাবি নিয়ে আন্দোলন করেছেন, আমাদের এই দাবি পূরণ করার সুযোগ করে দেন। পাশাপাশি আমি মনে করি, আমাদের ইয়াং জেনারেশন এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে আমাদের সবার চোখ খুলে দিয়েছে যে নাগরিকের অধিকার কী জিনিস এবং নাগরিকের অধিকার খর্ব হলে কী হতে পারে। আমার মনে হয়, এটাকে আমাদের কাজে লাগানো উচিত।’
অতীতের নির্বাচনের কথায় আবুল ফজল বলেন, ‘আমাদের সবার ভাবমূর্তি ভূলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য। আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসেছে ভাবমূর্তি পুনরুদ্ধার করার। নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবেন।’
আগামী নির্বাচনের কথায় নির্বাচন কমিশনার বলেন, ‘আমি মনে করি, আগামী নির্বাচনে আমরা সবাই অত্যন্ত সচেতন থাকব, সজাগ থাকব, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনে যদি ভোটকেন্দ্রের ভেতরে আমার এজেন্ট উপস্থিত থাকতে না পারে, তাহলে যা হওয়ার তা-ই হবে ভেতরে। সার্বিকভাবে নির্বাচনে স্বচ্ছতা আনা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা শুধু একটি বাড়ি বা একটি প্রতিষ্ঠান দ্বারা সম্ভব না। এটি একটি সামগ্রিক প্রক্রিয়া। একদম শুরু থেকেই সঠিক ভোটার তালিকা হওয়া থেকে শুরু করে ফলাফল ডিক্লেয়ার করা পর্যন্ত। আমি বিশ্বাস করি, এবার আস্থাহীনতার জায়গাটা থাকবে না।’
আবুল ফজল আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশন বিশ্বাস করতে চাই, নির্বাচন কমিশন একটি পাত্র। সে যে রং ধারণ করবে, তার অধীন সবাই পানির মতো, সে-ও এই রং ধারণ করবে। আমরা চাইলেও রাতারাতি সব লোককে যারা পূর্ববর্তী নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল, অপসারণ করতে পারব না, এটা সম্ভব নয়। তাহলে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে যে কারা এখানে অংশীজন বনে গিয়েছিল, আর কারা বাধ্য হয়েছিল। আমরা বিশ্বাস করতে চাই, আমরা নির্বাচন কমিশন যদি শক্ত, স্বচ্ছ ও সৎ থাকি, আমাদের অধীনে যাঁরা নির্বাচন করবেন, তাঁরাও সৎ থাকতে বাধ্য।’
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান ভূইয়া, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমুখ।
দেশের সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুর নাম বাদ দেওয়া হয়েছে। স্কুলগুলোর নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
১১ মিনিট আগেলন্ডনের মুর ফিল্ডস আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ মাহি মোকিত এবং নিয়াজ ইসলাম গত মাসে ঢাকায় এসে আহতদের চোখে অস্ত্রোপচার করেন। অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে তাঁরা বাংলাদেশ সফরে এসে ১৪ থেকে ৩০ বছর বয়সী প্রায় ১৫০ জন আহতকে পরীক্ষা করেন। আহতদের সবাই জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ...
১৮ মিনিট আগেইস্টার্ন হাউজিং লিমিটেডকে অবৈধ সুবিধা দিয়ে রাজধানীর গুলশান এলাকায় ‘পারিতোষিক’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টিউলিপ ছাড়াও রাজউকের সাবেক দুই আইন উপদেষ্টাকে
১ ঘণ্টা আগেগ্রীষ্মকালীন মৌসুমি ফল/আম পরিবহনের জন্য ডাক বিভাগের স্পিড পোস্টের মাধ্যমে প্রায় সব কটি জেলা শহরে (বান্দরবান খাগড়াছড়ি, নেত্রকোনা বাদে) ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে দেবে ডাক বিভাগ।
২ ঘণ্টা আগে