নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বন্যাকবলিত ১২ জেলায় ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার কাজ করছে না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
বহু মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশ্যের ১২ জেলায় মোবাইল সেবায় বিঘ্ন ঘটছে। বিটিআরসি জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১২ হাজার ১৭৯ সাইটের (টাওয়ার) মধ্যে ২ হাজার ২৫টি অচল রয়েছে।
সচল রয়েছে ১০ হাজার ১৫৪ টি। অর্থাৎ বন্যাদুর্গত এলাকার ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ারই অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীতে ৭১ শতাংশ সাইটই অচল অবস্থায় আছে। আর খাগড়াছড়িতে অচল রয়েছে ৪৫ শতাংশ টাওয়ার।
এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি–স্যাট পাঠানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ভি-স্যাট পাঠানো হয়েছে। অচল টাওয়ারগুলো দ্রুত সচল করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে বন্যাদুর্গত এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে।
দেশের বন্যাকবলিত ১২ জেলায় ২ হাজার ২৫টি মোবাইল টাওয়ার কাজ করছে না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
বহু মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশ্যের ১২ জেলায় মোবাইল সেবায় বিঘ্ন ঘটছে। বিটিআরসি জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত ১২ জেলার ১২ হাজার ১৭৯ সাইটের (টাওয়ার) মধ্যে ২ হাজার ২৫টি অচল রয়েছে।
সচল রয়েছে ১০ হাজার ১৫৪ টি। অর্থাৎ বন্যাদুর্গত এলাকার ১৬ দশমিক ৭ শতাংশ টাওয়ারই অচল হয়ে পড়েছে। সবচেয়ে বেশি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও খাগড়াছড়ি জেলায়। ফেনীতে ৭১ শতাংশ সাইটই অচল অবস্থায় আছে। আর খাগড়াছড়িতে অচল রয়েছে ৪৫ শতাংশ টাওয়ার।
এসব এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা সচল রাখতে ভি–স্যাট পাঠানো হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা কবলিত এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ভি-স্যাট পাঠানো হয়েছে। অচল টাওয়ারগুলো দ্রুত সচল করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বন্যাদুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, বন্যাদুর্গত এলাকায় সাইট ডাউন আছে। কয়েকটি উপজেলায় অপটিকাল ফাইবার ড্যামেজ হওয়ার কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে কয়েকটি জায়গায়। জেনারেটর ব্যবহার করা হচ্ছে বন্যাদুর্গত এলাকাগুলোয় মোবাইল নেটওয়ার্ক ফ্রি করতে নির্দেশনা দেওয়া আছে।
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
১ ঘণ্টা আগেমার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি। এতে নিহত হয়েছেন ৬০৪ জন এবং আহত ১ হাজার ২৩১ জন। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগেশনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
৫ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
৫ ঘণ্টা আগে