নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্যরাত থেকে হ্যাক হওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটটি পুনরুদ্ধার হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে একটি হ্যাকার পেজ ওয়েবসাইটটির দখল নেয়। পরে আজ মঙ্গলবার সকাল থেকে এ বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ারেরা কাজ করে সেটি পুনরুদ্ধার করেন।
এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটটি উদ্ধার করা গেছে। হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা আমরা জানি না। ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্যের কোনো ক্ষতি করেছে কি না, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।’
সকাল থেকে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ওয়েবসাইটটি হ্যাকারদের দখলে ছিল বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি জানান সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূইয়া। তিনি বলেন, bmd. gov. bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নেয় ‘ODIYAN 911’ নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। এ ঘটনার পর আইটি টিম কাজ করছে।
শামীম হাসান ভূইয়া আরও জানান, বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগলে সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল। সেখান থেকে ইংলিশ মোডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। আমাদের ইঞ্জিনিয়াররা এটা নিয়ে কাজ করছেন। আশা করি খুব শিগগিরই পুনরুদ্ধার সম্ভব হবে।’
মধ্যরাত থেকে হ্যাক হওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটটি পুনরুদ্ধার হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে একটি হ্যাকার পেজ ওয়েবসাইটটির দখল নেয়। পরে আজ মঙ্গলবার সকাল থেকে এ বিষয়ে দক্ষ ইঞ্জিনিয়ারেরা কাজ করে সেটি পুনরুদ্ধার করেন।
এ বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়েবসাইটটি উদ্ধার করা গেছে। হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত তা আমরা জানি না। ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্যের কোনো ক্ষতি করেছে কি না, তা এখন খতিয়ে দেখা হচ্ছে।’
সকাল থেকে প্রায় দুই ঘণ্টার বেশি সময় ওয়েবসাইটটি হ্যাকারদের দখলে ছিল বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার সকালে ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি জানান সংস্থাটির উপপরিচালক শামীম হাসান ভূইয়া। তিনি বলেন, bmd. gov. bd নামের সরকারি ওয়েবসাইটে আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়। কিন্তু সোমবার (৮ জুলাই) রাত থেকে সেটির দখলে নেয় ‘ODIYAN 911’ নামের নামে একটি হ্যাকার পেজ। রাতের কোনো এক সময়ে হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। এ ঘটনার পর আইটি টিম কাজ করছে।
শামীম হাসান ভূইয়া আরও জানান, বাংলায় আবহাওয়া অধিদপ্তর লিখে গুগলে সার্চ করলে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছিল। সেখান থেকে ইংলিশ মোডে নিলে ওয়েবসাইট হ্যাকড দেখাচ্ছিল।
সকাল সাড়ে ৯টার দিকে অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। আমাদের ইঞ্জিনিয়াররা এটা নিয়ে কাজ করছেন। আশা করি খুব শিগগিরই পুনরুদ্ধার সম্ভব হবে।’
রাশিয়া ও ক্রোয়েশিয়ায় সরকারি সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
৮ মিনিট আগেমার্চ মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫৮৭টি। এতে নিহত হয়েছেন ৬০৪ জন এবং আহত ১ হাজার ২৩১ জন। ২৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৩৩ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৫৭ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪১ দশমিক ২২ শতাংশ বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
২ ঘণ্টা আগেশনিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অডিটোরিয়ামে (বিএআরসি) ‘ইলিশ সম্পদ ব্যবস্থাপনায় প্রজনন সাফল্য নিরূপণ, জাটকা সংরক্ষণ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারের আগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। একই সঙ্গে গ্রেপ্তারের উপযুক্ত প্রমাণও পেশ করতে হবে।
৪ ঘণ্টা আগে