গুলিতে শিক্ষার্থীর মৃত্যু: শেখ হাসিনা, মুনতাসীর মামুন ও নিঝুম মজুমদারের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮: ০১
Thumbnail image

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী মো. তৌহিদুল হকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও নিঝুম মজুমদারসহ ৪৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে মামলা করেন নিহতের বড় ভাই তারিকুল ইসলাম।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোহাম্মদ হাছান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার, হাবিবুর রহমান, সাদেক খান ও শাজাহান খান।

মামলার অভিযোগে বলা হয়, আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা আরও ২ হাজার ৩০০ জন পুলিশ সদস্য ও আওয়ামী লীগ নেতা–কর্মী ৪ আগস্ট তেজগাঁও থানাধীন ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি করে। ওই ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী মো. তৌহিদুল হক।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত