Ajker Patrika

দুর্নীতিমুক্ত খাদ্য বিভাগের দাবিতে রাজধানীতে কর্মকর্তাদের মানববন্ধন

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৫: ০৩
দুর্নীতিমুক্ত খাদ্য বিভাগের দাবিতে রাজধানীতে কর্মকর্তাদের মানববন্ধন

মেগা প্রকল্পসহ খাদ্য বিভাগের দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী খাদ্য অধিদপ্তর নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। তারা সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আজ রোববার রাজধানীর খাদ্য ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। 

অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খাদ্য পরিদর্শক কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুর রহমান খান। এ ছাড়া উপস্থিত ছিলেন খাদ্য কর্মকর্তা সমিতির নেতা উত্তম কুমার রায়, আনোয়ার হোসেন হিটলার, লোকমান হাকিম প্রমুখ।

ঐক্য পরিষদ নেতাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে—উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদ খাদ্য ক্যাডারে ক্যাডারভুক্ত করতে হবে; খাদ্য পরিদর্শক ও সাইলো সুপারভাইজারদের প্রথম গ্রেড এবং অন্যান্য পদের বেতন গ্রেড উন্নীত করতে হবে; পাশাপাশি আন্তক্যাডার বৈষম্য নিরসন এবং অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক পদের আপগ্রেড করতে হবে; এ ছাড়া বিদ্যমান বদলি নীতিমালা সংশোধন ও দলীয় বিবেচনায় নীতিমালা বহির্ভূত বদলি বাতিল করতে হবে; 

দাবিতে আরও বলা হয়, নিয়োগবিধি সংশোধন করে আউটসোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কোটা ও ফিডার পদের চাকরিকালীন বৈষম্য নিরসন করতে হবে; খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের রেশনের আওতায় আনতে হবে; ত্রাণ মন্ত্রণালয়কে দেওয়া তেজগাঁও সিএসডির জায়গা খাদ্য বিভাগকে ফেরত নিতে হবে; সাবেক মন্ত্রীর গম কেলেঙ্কারির তদন্ত এবং অপ্রয়োজনীয় জিটুজির পরিবর্তে প্রতিযোগিতামূলক দরে খাদ্যশস্য কিনতে হবে; এ ছাড়া পুষ্টি চালের মিশ্রণ ও পরিবহনের নামে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় অর্থ অপচয় বন্ধ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

‘মিডিয়া ছুটায় দেব’ বলে হুমকির পর পুলিশের অসংগতিপূর্ণ বিবৃতি

জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মামলায় ঊর্ধ্বতনের অনুমতি ছাড়া আসামি গ্রেপ্তার নয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত