Ajker Patrika

বিজয় দিবস উদ্‌যাপনে কলকাতায় বাংলাদেশি মুক্তিযোদ্ধারা

চলতি বছর ভারতে বিজয় দিবস উদ্‌যাপন আয়োজনে পৌঁছেছেন ৮ জন মুক্তিযোদ্ধা। ছবি: পিটিআই
চলতি বছর ভারতে বিজয় দিবস উদ্‌যাপন আয়োজনে পৌঁছেছেন ৮ জন মুক্তিযোদ্ধা। ছবি: পিটিআই

বিজয় দিবস উদ্‌যাপনে এক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ রোববার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে সম্মান জানিয়ে ভারতেও বিজয় দিবস উদ্‌যাপিত হয়। প্রতি বছর এই দিনটিতে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যকার অস্থির পরিস্থিতির কারণে শুরুতে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত ৮ জন মুক্তিযোদ্ধা অংশ নিচ্ছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ সামরিক চিহ্ন ও স্মারক প্রদর্শনীতে অংশ নেবেন।

সম্প্রতি বাংলাদেশে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এ বছর বিজয় দিবস উদ্‌যাপনের আয়োজনটি হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর কলকাতার বিজয় দিবসে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত