অনলাইন ডেস্ক
বিজয় দিবস উদ্যাপনে এক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে সম্মান জানিয়ে ভারতেও বিজয় দিবস উদ্যাপিত হয়। প্রতি বছর এই দিনটিতে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যকার অস্থির পরিস্থিতির কারণে শুরুতে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত ৮ জন মুক্তিযোদ্ধা অংশ নিচ্ছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ সামরিক চিহ্ন ও স্মারক প্রদর্শনীতে অংশ নেবেন।
সম্প্রতি বাংলাদেশে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এ বছর বিজয় দিবস উদ্যাপনের আয়োজনটি হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর কলকাতার বিজয় দিবসে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।
বিজয় দিবস উদ্যাপনে এক অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। আগামীকাল ১৬ ডিসেম্বর কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ রোববার ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮–এর প্রতিবেদনে বলা হয়েছে, এ অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়কে সম্মান জানিয়ে ভারতেও বিজয় দিবস উদ্যাপিত হয়। প্রতি বছর এই দিনটিতে কলকাতার ইস্টার্ন কমান্ড সদর দপ্তরে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়। ২০২২ সালে ২৯ জন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। দুই দেশের মধ্যকার অস্থির পরিস্থিতির কারণে শুরুতে মুক্তিযোদ্ধাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত ৮ জন মুক্তিযোদ্ধা অংশ নিচ্ছেন। তাঁরা পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ সামরিক চিহ্ন ও স্মারক প্রদর্শনীতে অংশ নেবেন।
সম্প্রতি বাংলাদেশে ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এ পরিস্থিতিতে প্রতি বছরের মতো এ বছর বিজয় দিবস উদ্যাপনের আয়োজনটি হবে কিনা এ নিয়েও সংশয় তৈরি হয়েছিল।
গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকের পর দুই দেশের সম্পর্কের উন্নতি পরিলক্ষিত হয়। এরপর কলকাতার বিজয় দিবসে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত হয়।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন নিয়োগ পাওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের রদবদল ও পদায়ন শুরু হয়েছে। আজ রোববার ইসির সাতজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
১ ঘণ্টা আগেপরিবার পরিকল্পনা অধিদপ্তরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের ৭ হাজার ৬২১ জনের মৌখিক পরীক্ষা গ্রহণ করে তিন মাসের মধ্যে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন।
৩ ঘণ্টা আগেমহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও অবমুক্ত করেন তিনি। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এগুলো অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা।
৩ ঘণ্টা আগেঘন কুয়াশায় মেঘনা নদীতে পথ হারায় একটি ফেরি। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘন কুয়াশায় ভুল পথে মেঘনা নদীতে প্রায় দুই কিমি চলে যাওয়ার পর নুর আলম নামে একজন যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফ
৪ ঘণ্টা আগে