Ajker Patrika

প্লাস্টিক ব্যাগে দেশি চাল পেলেই জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্লাস্টিক ব্যাগে দেশি চাল পেলেই জব্দের নির্দেশ

আমদানি করা চাল ছাড়া দেশি চাল বাজারজাত করার ক্ষেত্রে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগে দেশি চাল বাজারজাত করা হলে তা জব্দ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সংশ্লিষ্ট অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এক সময় দেশে কৃষিপণ্য থেকে শুরু করে সব পণ্য মোড়কে পাট ব্যবহার হতো। তারপর প্লাস্টিকের কারণে পাট পণ্যের ব্যবহার কমে যায়। এখন আমরা চেষ্টা করছি সেই পাট পণ্য আবার ব্যবহার করতে।’

মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি শুধুমাত্র আমদানি করা ভারতীয় বা বিদেশি চাল প্লাস্টিকের ব্যাগে থাকলে আপত্তি নেই। কিন্তু দেশীয় চালে প্লাস্টিকের বস্তা পেলেই জব্দ করবেন। তাহলে আমাদের পাট পণ্যের ব্যবহার নিশ্চিত হবে।’

রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পাটকলগুলো আমরা বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার জন্য টেন্ডার করেছি। ৬টি পাটকল এরই মধ্যে বেসরকারি ব্যবস্থাপনা দেওয়া হয়েছে আরও ১১টি ক্ষেত্রে টেন্ডার আহ্বান করা হয়েছে। আজকে সেই টেন্ডার ওপেন হবে। এরপর এগুলোর ব্যবস্থাপনা বেসরকারি খাতে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে প্রচুর কলা গাছ রয়েছে। এগুলো কাজে লাগানো যেতে পারে। ডিসিরা কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়ে কথা বলেছেন। অনেক দেশে কলাগাছ থেকে সুতা তৈরি হয়। তাই কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়টি সংশ্লিষ্ট রিসার্চ ইনস্টিটিউটকে বলব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

বাংলাদেশের ভরাডুবিতে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত