Ajker Patrika

জাতীয় সংসদ সচিবালয়ে সচিব মিজানুর রহমানের যোগদান

অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান (এনডিসি)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান (এনডিসি)। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে সচিব হিসেবে যোগদান করেছেন মো. মিজানুর রহমান (এনডিসি)। যোগদানের পর সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে, সে অনুযায়ী দায়িত্ব পালনে প্রস্তুতি গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যার যার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সচিবের যোগদান উপলক্ষে শুভেচ্ছা ও অভ‌্যর্থনা জানান কর্মকর্তা-কর্মচারীরা।

সচিব মো. মিজানুর রহমান ঝালকাঠী জেলার দিবাকরকাঠী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এ টি এম সিদ্দিকুর রহমান বৈঠকটি সঞ্চালনা করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সচিবকে স্বাগত জানান উপসচিব এস এম আতাউল করিম, নাজমুন নাহার ও মো. শামছুল হক। বৈঠকে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব ও পরিচালকেরাসহ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত