Ajker Patrika

গার্মেন্টস শিল্প বাঁচাতে আশুলিয়ায় শ্রমিক-জনতা সমাবেশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
গার্মেন্টস শিল্প বাঁচাতে আশুলিয়ায় শ্রমিক-জনতা সমাবেশ

চলমান নৈরাজ্য ও বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে শ্রমিক-জনতার সমাবেশ হয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। সমাবেশ থেকে শ্রমিকদের আগামীকাল শনিবার থেকে কাজে ফেরার অনুরোধ জানান বিজিএমইএ এর নেতারা। 

আজ শুক্রবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় এই সমাবেশ হয়। এতে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ-এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। 

সমাবেশে বক্তারা শিল্পাঞ্চল আশুলিয়ার নৈরাজ্য ঠেকাতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে শ্রমিকদের যৌক্তিক দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ারও আশ্বাস দেন। সমাবেশ থেকে আগামীকাল শনিবার শিল্পাঞ্চলের কারখানাগুলোয় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বিজিএমইএর নেতারা। 

এ সময় এফিবিসিসিআই-এর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এ কে আজাদসহ বিভিন্ন কারখানার মালিক শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত