নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেসব কারণে পুলিশ থেকে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, তা নিয়ে গণমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এবার বিস্তারিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাধ্যতামূলক অবসর নিয়ে নানা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে যাঁদের পাঠানো হয়েছে, কী বিবেচনায় করা হয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্যই ফোর্স। সাধারণ মানুষের সেবার জন্যই ফোর্স। যাঁরা দেশের কথা চিন্তা করেন না। দেশপ্রেম যাঁদের হৃদয়ে নেই। কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন কিংবা তাঁদের যে দায়িত্ব সেটি পালন করছেন না। এই সমস্ত অফিসার, যাঁদের ২৫ বছর হয়ে গেছে। কর্মক্ষেত্রে যাঁরা চরম অবহেলা করে চলেছেন, তাঁদেরই চিহ্নিত করা হচ্ছে।’
আরও কারা কারা চলমান তালিকায় আছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আজকে হয়েছে এমন কোনো কথা নেই। আপনি যদি আরও পেছনে তাকান, প্রতি বছর-প্রতি মাসেই এমন করে দু-একজন যাচ্ছে। এটা উল্লেখযোগ্য কোনো ঘটনার মধ্যে আসে না। সাম্প্রতিক সময়ে পুলিশ থেকে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।’
বুয়েটের ছাত্র ফারদিনের মরদেহ পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘দুই দিন আগে তাঁর আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছিলেন তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর লোকেশন দেখলাম এক বান্ধবীর বাড়ির কাছে। পর দিন দেখলাম সে ভাসছে। এটা আমাদের তদন্তে আছে। সঠিক তথ্য পেলে আপনাদের জানাব।’
যেসব কারণে পুলিশ থেকে কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে, তা নিয়ে গণমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। তবে এবার বিস্তারিত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাধ্যতামূলক অবসর নিয়ে নানা কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ থেকে বাধ্যতামূলক অবসরে যাঁদের পাঠানো হয়েছে, কী বিবেচনায় করা হয়েছে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘আমাদের পুলিশ ফোর্স একটা ডিসিপ্লিন ফোর্স। শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্যই ফোর্স। সাধারণ মানুষের সেবার জন্যই ফোর্স। যাঁরা দেশের কথা চিন্তা করেন না। দেশপ্রেম যাঁদের হৃদয়ে নেই। কাজকর্মে অনীহা প্রদর্শন করছেন কিংবা তাঁদের যে দায়িত্ব সেটি পালন করছেন না। এই সমস্ত অফিসার, যাঁদের ২৫ বছর হয়ে গেছে। কর্মক্ষেত্রে যাঁরা চরম অবহেলা করে চলেছেন, তাঁদেরই চিহ্নিত করা হচ্ছে।’
আরও কারা কারা চলমান তালিকায় আছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা কিন্তু চলমান প্রক্রিয়া। আজকে হয়েছে এমন কোনো কথা নেই। আপনি যদি আরও পেছনে তাকান, প্রতি বছর-প্রতি মাসেই এমন করে দু-একজন যাচ্ছে। এটা উল্লেখযোগ্য কোনো ঘটনার মধ্যে আসে না। সাম্প্রতিক সময়ে পুলিশ থেকে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।’
বুয়েটের ছাত্র ফারদিনের মরদেহ পাওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘দুই দিন আগে তাঁর আত্মীয় থানায় এসে রিপোর্ট করেছিলেন তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর লোকেশন দেখলাম এক বান্ধবীর বাড়ির কাছে। পর দিন দেখলাম সে ভাসছে। এটা আমাদের তদন্তে আছে। সঠিক তথ্য পেলে আপনাদের জানাব।’
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এবং আইওএমের কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান ফেরত আসা বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
৪ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট গ্রহণ, প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগসহ বিভিন্ন সুপারিশ করেছেন সংবাদপত্রের সম্পাদকেরা। গতকাল বৃহস্পতিবার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তাঁরা।
৪ ঘণ্টা আগেপরিবর্তিত প্রেক্ষাপটে জন-আকাঙ্ক্ষা পূরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান এখন সময়ের দাবি। বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের চাওয়া দ্রুত নির্বাচন। এ অবস্থায় নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন দলগুলোর নেতারা। তাঁরা বলেছেন, নির্বাচন অনুষ্ঠানে কার্যকর পদক্ষেপ নিয়
৪ ঘণ্টা আগেনির্বাচন কমিশনে আড়াই মাসের শূন্যতা কাটল অবশেষে। গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
৫ ঘণ্টা আগে