সম্পাদকীয়
১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় দিন। এটি আমাদের জন্য কেবল একটি তারিখ নয়, বরং একটি অনুভূতি, একটি পরিচয় এবং একটি চিরন্তন বিজয়ের প্রতীক। ১৯৭১ সালের বিজয় ছিল বাঙালির ঐক্য, সাহস এবং অবিচল সংকল্পের জয়। আমাদের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণতার বিজয়ে মিশে আছে লাখো শহীদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহস।
১৯৭১ সালে মুক্তিকামী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই ঐক্যের পেছনে ছিল হাজার বছরের শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অভিজ্ঞতা, নিজের পরিচয়ের প্রতি আস্থা, আর জাতির সম্মিলিত উদ্দীপনা। আর এই ঐক্য ও উদ্দীপনার মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
২০২৪ সালের এই বিজয় দিবস আমাদের সামনে একটি নতুন প্রেক্ষাপট এনেছে। আমরা নতুন এক বিজয়ের সম্মুখীন হয়েছি। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো বিজয়ই একাত্তরের বিজয়ের সমকক্ষ হতে পারে না। স্বাধীনতার চেয়ে বড় গৌরব আর কোনো কিছুই হতে পারে না।
একাত্তরে আমাদের শত্রু ছিল সুস্পষ্ট—বিদেশি শক্তি এবং তাদের দেশীয় দোসররা। আজকের শত্রু হয়তো অনেক বেশি জটিল, অনেক বেশি অভ্যন্তরীণ। বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক অবক্ষয় আমাদের সত্যিকারের শত্রু। একাত্তরে আমরা জাতি হিসেবে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আজ সেই ঐক্য না থাকাই স্বাভাবিক।
বিজয় ধরে রাখা মানে কেবল পতাকা ওড়ানো নয়। এর মানে হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। বিজয় দিবসের প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা প্রতিটি মানুষের জন্য সমান অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।
একাত্তরে আমাদের কৌশল ছিল শত্রু-মিত্র চিহ্নিত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা। আজকের দিনেও সেই কৌশলের প্রয়োজন আছে। শত্রুর সঙ্গে আপস করা কেবল জাতির জন্য ক্ষতিকর নয়, বরং এটি আমাদের আদর্শকেই কলঙ্কিত করে। আন্তর্জাতিক রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে সতর্কতা, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় যে জাতি হিসেবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। একাত্তরের বিজয় আমাদের পথ দেখিয়েছে, এখন প্রয়োজন সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত সমতাভিত্তিক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলা। বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবে—আমরা আমাদের স্বাধীনতা এবং বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।
আজকের বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ হোক—বিজয়ের চেতনায় নতুন করে জাগ্রত হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।
১৬ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় দিন। এটি আমাদের জন্য কেবল একটি তারিখ নয়, বরং একটি অনুভূতি, একটি পরিচয় এবং একটি চিরন্তন বিজয়ের প্রতীক। ১৯৭১ সালের বিজয় ছিল বাঙালির ঐক্য, সাহস এবং অবিচল সংকল্পের জয়। আমাদের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণতার বিজয়ে মিশে আছে লাখো শহীদের আত্মত্যাগ এবং মুক্তিযোদ্ধাদের অপরিসীম সাহস।
১৯৭১ সালে মুক্তিকামী বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই ঐক্যের পেছনে ছিল হাজার বছরের শোষণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অভিজ্ঞতা, নিজের পরিচয়ের প্রতি আস্থা, আর জাতির সম্মিলিত উদ্দীপনা। আর এই ঐক্য ও উদ্দীপনার মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
২০২৪ সালের এই বিজয় দিবস আমাদের সামনে একটি নতুন প্রেক্ষাপট এনেছে। আমরা নতুন এক বিজয়ের সম্মুখীন হয়েছি। তবে আমাদের মনে রাখতে হবে, কোনো বিজয়ই একাত্তরের বিজয়ের সমকক্ষ হতে পারে না। স্বাধীনতার চেয়ে বড় গৌরব আর কোনো কিছুই হতে পারে না।
একাত্তরে আমাদের শত্রু ছিল সুস্পষ্ট—বিদেশি শক্তি এবং তাদের দেশীয় দোসররা। আজকের শত্রু হয়তো অনেক বেশি জটিল, অনেক বেশি অভ্যন্তরীণ। বৈষম্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক অবক্ষয় আমাদের সত্যিকারের শত্রু। একাত্তরে আমরা জাতি হিসেবে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আজ সেই ঐক্য না থাকাই স্বাভাবিক।
বিজয় ধরে রাখা মানে কেবল পতাকা ওড়ানো নয়। এর মানে হলো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। বিজয় দিবসের প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন আমরা প্রতিটি মানুষের জন্য সমান অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।
একাত্তরে আমাদের কৌশল ছিল শত্রু-মিত্র চিহ্নিত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য লড়াই করা। আজকের দিনেও সেই কৌশলের প্রয়োজন আছে। শত্রুর সঙ্গে আপস করা কেবল জাতির জন্য ক্ষতিকর নয়, বরং এটি আমাদের আদর্শকেই কলঙ্কিত করে। আন্তর্জাতিক রাজনীতি এবং অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে সতর্কতা, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় যে জাতি হিসেবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। একাত্তরের বিজয় আমাদের পথ দেখিয়েছে, এখন প্রয়োজন সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত সমতাভিত্তিক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলা। বিজয়কে অর্থবহ করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি দেশ রেখে যেতে হবে, যেখানে তারা গৌরবের সঙ্গে বলতে পারবে—আমরা আমাদের স্বাধীনতা এবং বিজয়ের প্রকৃত অর্থ বুঝতে পেরেছি এবং সেটিকে রক্ষা করতে পেরেছি।
আজকের বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ হোক—বিজয়ের চেতনায় নতুন করে জাগ্রত হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।
দীর্ঘ সাড়ে পনেরো বছর পর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ভারত ও বাংলাদেশের সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের হাল ধরেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। মূলত এর পর থেকেই দুই দেশের সম্পর্কে একধরনের শীতলতা সৃষ্টি হয়েছে। একসময়ের
৮ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো প্রচারণার মাধ্যমে বাস্তবতাকে নিয়ন্ত্রণের চেষ্টা। আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে একধরনের ‘গণতান্ত্রিক কর্তৃত্ববাদী’ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে, যেখানে বিরোধীদের দুর্বল করা এবং আন্দোলন দমনের জন্য নানামুখী কৌশল প্রয়োগ করা হয়েছিল।
৮ ঘণ্টা আগেগত বছরই এ দেশের সর্বস্তরের মানুষ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা রেজিমের পতন ঘটিয়েছিল। এ জন্য অসংখ্য তাজা প্রাণ বলি দিতে হয়েছে। কিন্তু আমলাতন্ত্রে যে কোনো পরিবর্তন হয়নি, সেটা বুঝতে তেমন কোনো সমস্যা হয় না। আমলারা নিজের গামলা ভরার বিষয়টি ভালো বোঝেন। এ নিয়েই ২০ এপ্রিল আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত
৮ ঘণ্টা আগেদেশের সংবিধান, পুলিশ, স্থানীয় সরকার, নির্বাচন, বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাতে সংস্কারের নানা আলাপ হয়েছে, হচ্ছে। কিন্তু এই সময়ে অর্থনৈতিক সংস্কার নিয়ে খুব বেশি কিছু করা হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন অর্থনীতি নিয়ে অন্তর্বর্তী সরকারেরই গঠন করা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১ দিন আগে