সম্পাদকীয়
এত দিন যা অবৈধ, অন্যায় আর নীতিবিরুদ্ধ বলে জানা ছিল, আজ যদি জানা যায় তা বৈধ, তাহলে কেমন হবে? এমনই ঘটনা ঘটতে যাচ্ছে! হ্যাঁ, বিস্ময়কর নয়; সত্য। সরকার কোচিং সেন্টার স্থাপন এবং নোট ও গাইড বইয়ের আদলে সহায়ক পুস্তক প্রকাশের সুযোগকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে যাচ্ছে। এ-সংক্রান্ত শিক্ষা আইনের খসড়া মোটামুটি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে।
এ খবর দিয়েছে আজকের পত্রিকা। তাতে বলা হয়েছে, সরকারের অনুমোদন সাপেক্ষে সহায়ক পুস্তক মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা যাবে। খসড়ায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনির মাধ্যমে পাঠদানের উদ্দেশ্যে কোচিং সেন্টার পরিচালনা করা বা কোচিং সেন্টারে শিক্ষকতা করা এই আইনের অধীনে নিষিদ্ধ হবে না। সরকারের কাছ থেকে নিবন্ধন নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করতে হবে।
বছরের পর বছর ধরে যা নিষিদ্ধ ছিল, যা বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয় গলদঘর্ম ছিল, গাইড ও নোট বই বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে, কোচিং সেন্টারের বিরুদ্ধে সোচ্চার ছিল সবাই; এখন এগুলোকে আইন করে বৈধতা দেওয়া হবে। বিষয়টি হতাশাজনক। এটা কার স্বার্থে, কার পরামর্শে করা হচ্ছে? তাহলে এত দিন যে আন্দোলন, এর বিরুদ্ধে অবস্থান—সব ভুল ছিল?
বিশেষজ্ঞরাও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরাও মনে করেন, আইনে কোচিং সেন্টার স্থাপনের সুযোগ রাখা ঠিক হবে না; বরং তা নিষিদ্ধ করা উচিত। তাঁদের মতে, এসব বিষয়কে আইনি স্বীকৃতি দিলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট হবে। শিক্ষার্থীদের নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক হবে না। এত দিন যে বিষয়কে খারাপ বলা হলো তাকে আবারও আইন করে ভালো বলা হলে শিক্ষার্থীরা কী বার্তা পাবে? একটা খারাপ জিনিসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এ হঠকারী সিদ্ধান্ত যার মাথা থেকেই আসুক, এটি যে শিক্ষার গুণগত মানে ছুরি চালানোর শামিল, তা হয়তো সময়েই বোঝা যাবে।
আমরা মনে করি, কোচিং সেন্টারের আইডিয়াটাই ভুল। আইন করে গাইড ও নোট বই প্রকাশ এবং কোচিং সেন্টারের বৈধতা দেওয়া কোনোভাবেই কাম্য নয়; বরং ক্লাসেই যাতে যথাযথ পড়াশোনাটা হয়, সেই ব্যবস্থা নিতে হবে।
স্কুলগুলোকে মানসম্পন্ন শিক্ষা, গবেষণার জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করুন। তাঁদের ভেতরে শিক্ষার আদর্শগত দিক ও মূল্যবোধগুলো জাগ্রত করার প্রচেষ্টা নিন। শিক্ষাটাকে আর বাণিজ্যিকীকরণ করে একজন শিক্ষককে ব্যবসায় ঢোকাবেন না। তাঁকে তাঁর আদর্শের জায়গায় থাকতে দিন; বরং শিক্ষকেরাও যাতে যথার্থ মর্যাদা পান, তা নিশ্চিত করুন।
এত দিন যা অবৈধ, অন্যায় আর নীতিবিরুদ্ধ বলে জানা ছিল, আজ যদি জানা যায় তা বৈধ, তাহলে কেমন হবে? এমনই ঘটনা ঘটতে যাচ্ছে! হ্যাঁ, বিস্ময়কর নয়; সত্য। সরকার কোচিং সেন্টার স্থাপন এবং নোট ও গাইড বইয়ের আদলে সহায়ক পুস্তক প্রকাশের সুযোগকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে যাচ্ছে। এ-সংক্রান্ত শিক্ষা আইনের খসড়া মোটামুটি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রিসভা বৈঠকে তোলা হবে।
এ খবর দিয়েছে আজকের পত্রিকা। তাতে বলা হয়েছে, সরকারের অনুমোদন সাপেক্ষে সহায়ক পুস্তক মুদ্রণ, বাঁধাই, প্রকাশ বা বাজারজাত করা যাবে। খসড়ায় আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট টিউশনির মাধ্যমে পাঠদানের উদ্দেশ্যে কোচিং সেন্টার পরিচালনা করা বা কোচিং সেন্টারে শিক্ষকতা করা এই আইনের অধীনে নিষিদ্ধ হবে না। সরকারের কাছ থেকে নিবন্ধন নিয়ে কোচিং সেন্টার পরিচালনা করতে হবে।
বছরের পর বছর ধরে যা নিষিদ্ধ ছিল, যা বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয় গলদঘর্ম ছিল, গাইড ও নোট বই বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে, কোচিং সেন্টারের বিরুদ্ধে সোচ্চার ছিল সবাই; এখন এগুলোকে আইন করে বৈধতা দেওয়া হবে। বিষয়টি হতাশাজনক। এটা কার স্বার্থে, কার পরামর্শে করা হচ্ছে? তাহলে এত দিন যে আন্দোলন, এর বিরুদ্ধে অবস্থান—সব ভুল ছিল?
বিশেষজ্ঞরাও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁরাও মনে করেন, আইনে কোচিং সেন্টার স্থাপনের সুযোগ রাখা ঠিক হবে না; বরং তা নিষিদ্ধ করা উচিত। তাঁদের মতে, এসব বিষয়কে আইনি স্বীকৃতি দিলে শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা নষ্ট হবে। শিক্ষার্থীদের নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট বা পরীক্ষা-নিরীক্ষা করা ঠিক হবে না। এত দিন যে বিষয়কে খারাপ বলা হলো তাকে আবারও আইন করে ভালো বলা হলে শিক্ষার্থীরা কী বার্তা পাবে? একটা খারাপ জিনিসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এ হঠকারী সিদ্ধান্ত যার মাথা থেকেই আসুক, এটি যে শিক্ষার গুণগত মানে ছুরি চালানোর শামিল, তা হয়তো সময়েই বোঝা যাবে।
আমরা মনে করি, কোচিং সেন্টারের আইডিয়াটাই ভুল। আইন করে গাইড ও নোট বই প্রকাশ এবং কোচিং সেন্টারের বৈধতা দেওয়া কোনোভাবেই কাম্য নয়; বরং ক্লাসেই যাতে যথাযথ পড়াশোনাটা হয়, সেই ব্যবস্থা নিতে হবে।
স্কুলগুলোকে মানসম্পন্ন শিক্ষা, গবেষণার জন্য উপযুক্ত করে গড়ে তুলুন। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করুন। তাঁদের ভেতরে শিক্ষার আদর্শগত দিক ও মূল্যবোধগুলো জাগ্রত করার প্রচেষ্টা নিন। শিক্ষাটাকে আর বাণিজ্যিকীকরণ করে একজন শিক্ষককে ব্যবসায় ঢোকাবেন না। তাঁকে তাঁর আদর্শের জায়গায় থাকতে দিন; বরং শিক্ষকেরাও যাতে যথার্থ মর্যাদা পান, তা নিশ্চিত করুন।
১৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করেছে, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হওয়ার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুব প্রয়োজন। সেই বন্দোবস্তের রূপরেখাটা কেমন হবে, সেটা নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে।
১ দিন আগেযেকোনো সরকারের অজনপ্রিয় তথা জনবিচ্ছিন্ন হওয়া এবং তার পরিণতিতে পতনের পেছনে আমলাতন্ত্রের বিরাট ভূমিকা থাকে। বিপরীতে সরকারের জনপ্রিয় হওয়ার পেছনেও প্রধান ভূমিকা রাখতে পারে তার প্রশাসনযন্ত্র। কেননা, সরকারের নীতি ও পরিকল্পনা এবং তার রাজনৈতিক কর্মসূচিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়িত হয় প্রশাসনের লোকজনের মাধ্যমেই
১ দিন আগেনভেম্বর মাসে ঢাকা শহরের অবস্থা কতটা অরক্ষিত ছিল, সেটা বোঝা যাবে ১১ নভেম্বর প্রকাশিত একটি সংবাদে। সংক্ষেপে সে খবরটি এ রকম: রোকেয়া হলে ডাকাতি গত মঙ্গলবার দিবাগত শেষ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এক মারাত্মক ডাকাতি সংঘটিত হয়। দুষ্কৃতিকারীরা হলের প্রভোষ্ট ও হলে অবস্থানকারী ছাত্রীদের হাজার হাজার
১ দিন আগেপ্রতিকূলে চলা মানুষেরাই। আমাদের খাই খাই স্বভাবের সমাজে একজন ব্যতিক্রমী মানুষের উদাহরণ ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী। তিনি একাই ১ লাখ ১০ হাজার তালগাছ রোপণ করেছেন। এ জন্য তিনি নিজের জমি বিক্রি করতেও কার্পণ্য করেননি। আর্থিকভাবে তেমন সচ্ছল নন খোরশেদ। অভাব-অনটন তাঁর সংসারে
১ দিন আগে