সম্পাদকীয়
সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জেরে এখন জেলহাজতে। তাঁর অপরাধ—তিনি অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ঘটনা প্রকাশ করেছেন। অনেকের মুখোশ উন্মোচন করেছেন। সত্য প্রকাশ করেছেন। সংবাদপত্র ও পেশাদার সাংবাদিকের কাজই হচ্ছে সত্য উন্মোচন করা। সমাজের অসামঞ্জস্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত ঘটনা জনগণকে জানানো। এটা যদি না করা যায়, তবে সাংবাদিকতাই থাকে না।
এখন রোজিনা ইসলামকে হেনস্তা করা এবং তাঁকে মামলা দিয়ে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে সৎ, পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতাকে ঝুঁকিপূর্ণ করা হলো। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করা হলো। সত্যিকার অর্থে একটি দেশ যখন এগিয়ে যায়, সেখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়; তখন তার পেছনে দুর্নীতিরও শঙ্কা থাকে। একটি মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নানান পাঁয়তারা করে। তখন সৎ ও অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন। না হলে কোথায় লুটপাট হচ্ছে, জনগণের টাকা চুরি হচ্ছে—তা জনগণ জানবে কী করে? আর সরকারের ভালো ভালো কাজের অন্তরালে একটি গোষ্ঠীর অশুভ তৎপরতা বা তাদের লুটপাটের সত্য তুলে না ধরলে সরকারই বা সুশাসন প্রতিষ্ঠা করবে কীভাবে? অনুসন্ধানী সাংবাদিকেরাই তা করেন। এটা তাঁদের নেশা। ভালো খবর, ঘটনার নেপথ্যের সত্য খুঁজে বের করা, অপরাধীদের ধরতে সহযোগিতা করা মানে দেশকে সহায়তা করা, সরকারের ভালো কাজে সহযোগী হওয়ার শামিল।
দুর্ভাগ্য হচ্ছে, আমাদের দেশের একটি গোষ্ঠী বা চক্র, যারা সরকারের ভেতরে বা বাইরে থেকে নিজেদের স্বার্থহানির আশঙ্কায় সরকারকে ভুল বুঝিয়ে, নানান ষড়যন্ত্র করে সব ভালো কাজের পেছনে লাগে—তারা সুযোগ পেলেই মিথ্যাকে সত্য বানানোর মোড়কে আঘাত করে অনুসন্ধানী সাংবাদিকতাকে। তারা জানে, এর মাধ্যমে সাংবাদিকতাকে ঘায়েল করা গেলে, তাদের অপকর্ম আর কেউ জানতে পারবে না। এতে আসলে সরকার ও দেশেরই ক্ষতি।
সরকার যদি মনে করে দেশটিকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হবে, তাহলে তাদের ভেতরে ও বাইরে যে অশুভ চক্রটি রয়েছে, তাদের নির্মূল করতে হবে। সব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চাইলে, সত্য প্রকাশে আরও উদার হতে হবে। সৎ সাংবাদিকতা করার সুযোগ রুদ্ধ নয় বরং অবারিত করতে হবে।
রোজিনাকে যে অভিযোগে হেনস্তা করা হয়েছে, ঠিক একই অভিযোগে আরও অনেককে অভিযুক্ত করা যায়। দেশের অনেক অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত সত্য উদ্ঘাটনে নিয়োজিত, এটা তাঁদের পেশার প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা। তাঁরা অনেক কষ্টে সত্য জানার পেছনে লেগে থাকেন, অনিয়ম-দুর্নীতির মূল হোতাদের খুঁজে ফেরেন। ধারণা বা শোনা কথার ওপর নির্ভর না করে তাই সেই তথ্যপ্রমাণ খুঁজতে থাকেন। এ চাওয়া তাঁদের নিজের ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের জন্য নয়।
একজন অনুসন্ধানী সাংবাদিক চান, তাঁর একটি ভালো প্রতিবেদনের মাধ্যমে যাতে প্রকৃত সত্য সরকার ও জনগণ জানতে পারে এবং এর মাধ্যমে করণীয় নির্ধারণ করা যায়। এটাই তাঁদের চাওয়া। এখানে সাংবাদিককে সরকারের প্রতিপক্ষ বানানোর অর্থ হলো—স্বার্থান্বেষী মহলটিকে আরও আশকারা দেওয়া। এমন অসংখ্য ঘটনা আছে, যা অনুসন্ধানী সাংবাদিকেরাই সবার নজরে এনেছেন, যার ফল ইতিবাচক হয়েছে, সরকার এ থেকে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
তাই আমরা মনে করি, অনুসন্ধানী সাংবাদিকতাকে নাজেহাল না করে বরং তাকে সহায়তা দেওয়া উচিত। তাঁর সত্য জানার সুযোগ করে, দেশের গুটিকয়েক মহলের অনিয়ম-দুর্নীতি বন্ধের কঠিন যাত্রা অবিচল রাখা উচিত, যা সরকারেরও চাওয়া। না হলে, সৎ ও পেশাদার সাংবাদিকতা থাকবে না। বেলা শেষে ক্ষতি হবে দেশের এবং জনগণের।
সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জেরে এখন জেলহাজতে। তাঁর অপরাধ—তিনি অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের ঘটনা প্রকাশ করেছেন। অনেকের মুখোশ উন্মোচন করেছেন। সত্য প্রকাশ করেছেন। সংবাদপত্র ও পেশাদার সাংবাদিকের কাজই হচ্ছে সত্য উন্মোচন করা। সমাজের অসামঞ্জস্য, অবিচার, দুর্নীতির বিরুদ্ধে প্রকৃত ঘটনা জনগণকে জানানো। এটা যদি না করা যায়, তবে সাংবাদিকতাই থাকে না।
এখন রোজিনা ইসলামকে হেনস্তা করা এবং তাঁকে মামলা দিয়ে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে সৎ, পেশাদার ও অনুসন্ধানী সাংবাদিকতাকে ঝুঁকিপূর্ণ করা হলো। সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করা হলো। সত্যিকার অর্থে একটি দেশ যখন এগিয়ে যায়, সেখানে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড হয়; তখন তার পেছনে দুর্নীতিরও শঙ্কা থাকে। একটি মহল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নানান পাঁয়তারা করে। তখন সৎ ও অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন। না হলে কোথায় লুটপাট হচ্ছে, জনগণের টাকা চুরি হচ্ছে—তা জনগণ জানবে কী করে? আর সরকারের ভালো ভালো কাজের অন্তরালে একটি গোষ্ঠীর অশুভ তৎপরতা বা তাদের লুটপাটের সত্য তুলে না ধরলে সরকারই বা সুশাসন প্রতিষ্ঠা করবে কীভাবে? অনুসন্ধানী সাংবাদিকেরাই তা করেন। এটা তাঁদের নেশা। ভালো খবর, ঘটনার নেপথ্যের সত্য খুঁজে বের করা, অপরাধীদের ধরতে সহযোগিতা করা মানে দেশকে সহায়তা করা, সরকারের ভালো কাজে সহযোগী হওয়ার শামিল।
দুর্ভাগ্য হচ্ছে, আমাদের দেশের একটি গোষ্ঠী বা চক্র, যারা সরকারের ভেতরে বা বাইরে থেকে নিজেদের স্বার্থহানির আশঙ্কায় সরকারকে ভুল বুঝিয়ে, নানান ষড়যন্ত্র করে সব ভালো কাজের পেছনে লাগে—তারা সুযোগ পেলেই মিথ্যাকে সত্য বানানোর মোড়কে আঘাত করে অনুসন্ধানী সাংবাদিকতাকে। তারা জানে, এর মাধ্যমে সাংবাদিকতাকে ঘায়েল করা গেলে, তাদের অপকর্ম আর কেউ জানতে পারবে না। এতে আসলে সরকার ও দেশেরই ক্ষতি।
সরকার যদি মনে করে দেশটিকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হবে, তাহলে তাদের ভেতরে ও বাইরে যে অশুভ চক্রটি রয়েছে, তাদের নির্মূল করতে হবে। সব অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে চাইলে, সত্য প্রকাশে আরও উদার হতে হবে। সৎ সাংবাদিকতা করার সুযোগ রুদ্ধ নয় বরং অবারিত করতে হবে।
রোজিনাকে যে অভিযোগে হেনস্তা করা হয়েছে, ঠিক একই অভিযোগে আরও অনেককে অভিযুক্ত করা যায়। দেশের অনেক অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন, যাঁরা প্রতিনিয়ত সত্য উদ্ঘাটনে নিয়োজিত, এটা তাঁদের পেশার প্রতি, দেশের প্রতি দায়বদ্ধতা। তাঁরা অনেক কষ্টে সত্য জানার পেছনে লেগে থাকেন, অনিয়ম-দুর্নীতির মূল হোতাদের খুঁজে ফেরেন। ধারণা বা শোনা কথার ওপর নির্ভর না করে তাই সেই তথ্যপ্রমাণ খুঁজতে থাকেন। এ চাওয়া তাঁদের নিজের ব্যক্তিগত বা পারিবারিক স্বার্থের জন্য নয়।
একজন অনুসন্ধানী সাংবাদিক চান, তাঁর একটি ভালো প্রতিবেদনের মাধ্যমে যাতে প্রকৃত সত্য সরকার ও জনগণ জানতে পারে এবং এর মাধ্যমে করণীয় নির্ধারণ করা যায়। এটাই তাঁদের চাওয়া। এখানে সাংবাদিককে সরকারের প্রতিপক্ষ বানানোর অর্থ হলো—স্বার্থান্বেষী মহলটিকে আরও আশকারা দেওয়া। এমন অসংখ্য ঘটনা আছে, যা অনুসন্ধানী সাংবাদিকেরাই সবার নজরে এনেছেন, যার ফল ইতিবাচক হয়েছে, সরকার এ থেকে কার্যকর পদক্ষেপ নিয়েছে।
তাই আমরা মনে করি, অনুসন্ধানী সাংবাদিকতাকে নাজেহাল না করে বরং তাকে সহায়তা দেওয়া উচিত। তাঁর সত্য জানার সুযোগ করে, দেশের গুটিকয়েক মহলের অনিয়ম-দুর্নীতি বন্ধের কঠিন যাত্রা অবিচল রাখা উচিত, যা সরকারেরও চাওয়া। না হলে, সৎ ও পেশাদার সাংবাদিকতা থাকবে না। বেলা শেষে ক্ষতি হবে দেশের এবং জনগণের।
বড়দিনের সপ্তাহ চলছে। গতকাল সারা বিশ্বেই পালিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব। আমাদের দেশেও শহর ছাড়িয়ে প্রত্যন্ত অঞ্চলে আনন্দের বার্তা নিয়ে উপস্থিত হয়েছিল বড়দিন। আমারও বেশ কয়েকবার সৌভাগ্য হয়েছে একবারে গ্রামে হাজার হাজার খ্রিষ্টধর্মাবলম্বীর মাঝে বড়দিনের উৎসবে অংশ নেওয়ার। এর মধ্যে রয়েছে বরি
১৩ ঘণ্টা আগেমারপ্যাঁচ বাংলা ভাষার একটি অতিপরিচিত শব্দ। এ শব্দটির কবলে পড়েনি এমন কাউকে খুঁজে পাওয়া যে ভারি মুশকিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যাপিত জীবনে কখনো কখনো আমরা অন্যের কথার মারপ্যাঁচে পড়েছি, আবার কখনো নিজের কথার মারপ্যাঁচ দিয়ে উদ্দেশ্যও হাসিল করেছি।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনীতিতে সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চললেও ৫ আগস্টের পটপরিবর্তনের পর এই আলোচনা ভিন্নমাত্রা পেয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিটি গঠন করেছে। এই কমিটিগুলো কাজ করছে।
১৩ ঘণ্টা আগেবীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা গলায় দিয়ে লাঞ্ছিত করেছে একদল দুর্বৃত্ত। এই দুর্বৃত্তরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন বলে খবরে প্রকাশ। তাঁরা এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকাছাড়া করেছেন। বর্ষীয়ান এই মুক্তিযোদ্ধা একটি ভিডিও বার্তা দিয়েছেন। তাঁর কথা শুনতে শুনতে মনে হলো, অপমান কি তাঁকে করা হলো, ন
২ দিন আগে