সম্পাদকীয়
হয়নি। আরও চলবে। কত দিন চলবে তা অনিশ্চিত হলেও, অবরোধ চলাকালে যে সারা দেশে আরও গাড়ি পোড়ানো ও ভাঙচুর হবে, এটা নিশ্চিত। এই গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে বিরোধী দলের কী ফায়দা হচ্ছে, তা কেউ বলতে পারবে না। বিএনপি ও তার মিত্ররা সরকার পতনের স্বপ্ন দেখছে। আর সরকার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার ৯ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। সিইসি বলেছেন, নির্ধারিত সময়ে এবং নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে তাঁরা বদ্ধপরিকর। রাষ্ট্রপতিও যেকোনো মূল্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন। এটা এখন অনেকটাই নিশ্চিত যে জানুয়ারি মাসের শুরুতেই দেশে নির্বাচন হবে। আগামী সপ্তাহে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
তফসিল ঘোষণা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপিসহ আরও কিছু দল। তবে তাদের আন্দোলনের কারণে সরকার পদত্যাগ করে অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে—সেটা কষ্টকল্পনার বিষয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রধান শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ১৪টি উপকমিটিও।
বিএনপিকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচনের পথে হাঁটছে বলে মনে করা হলেও, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসতে পারে ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবরে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শেষ দিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেকের টাকা দরকার, সে মনোনয়ন-বাণিজ্যের সুযোগ হাতছাড়া করবে না।’
তিনি বলেছেন, নির্বাচন জনগণের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের এই অধিকার সুরক্ষা দেওয়া এবং সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আওয়ামী লীগের লক্ষ্য।
তবে নানা দিক থেকে চক্রান্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখানে চক্রান্ত আছে। চক্রান্ত করেই চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা। সব দিক থেকে চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তি দেশবাসী।’
দেশবাসী আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। কিন্তু বিএনপিও যে একেবারে জনসমর্থনহীন দল নয়, সেটাও তো দলটির সভা-সমাবেশ দেখেই বোঝা যায়। বিএনপি যদি সত্যি শেষ পর্যন্ত নির্বাচনে আসে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই কেবল বোঝা যাবে কোন দলের প্রতি মানুষের সমর্থনের পাল্লা ভারী।
হয়নি। আরও চলবে। কত দিন চলবে তা অনিশ্চিত হলেও, অবরোধ চলাকালে যে সারা দেশে আরও গাড়ি পোড়ানো ও ভাঙচুর হবে, এটা নিশ্চিত। এই গাড়ি পুড়িয়ে, ভাঙচুর করে বিরোধী দলের কী ফায়দা হচ্ছে, তা কেউ বলতে পারবে না। বিএনপি ও তার মিত্ররা সরকার পতনের স্বপ্ন দেখছে। আর সরকার প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার নির্বাচন কমিশনার ৯ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে দেখা করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। সিইসি বলেছেন, নির্ধারিত সময়ে এবং নির্ধারিত পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে তাঁরা বদ্ধপরিকর। রাষ্ট্রপতিও যেকোনো মূল্যে গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা বলেছেন। এটা এখন অনেকটাই নিশ্চিত যে জানুয়ারি মাসের শুরুতেই দেশে নির্বাচন হবে। আগামী সপ্তাহে ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
তফসিল ঘোষণা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা বলছে বিএনপিসহ আরও কিছু দল। তবে তাদের আন্দোলনের কারণে সরকার পদত্যাগ করে অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে—সেটা কষ্টকল্পনার বিষয়।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলীয় প্রধান শেখ হাসিনাকে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে ১৪টি উপকমিটিও।
বিএনপিকে বাদ দিয়েই আওয়ামী লীগ নির্বাচনের পথে হাঁটছে বলে মনে করা হলেও, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসতে পারে ধরে নিয়েই দলের নেতা-কর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। শুক্রবার আজকের পত্রিকায় প্রকাশিত খবরে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘শেষ দিকে বিএনপি নির্বাচনে অংশ নেবে। তারেকের টাকা দরকার, সে মনোনয়ন-বাণিজ্যের সুযোগ হাতছাড়া করবে না।’
তিনি বলেছেন, নির্বাচন জনগণের অধিকার। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার। জনগণের এই অধিকার সুরক্ষা দেওয়া এবং সুষ্ঠুভাবে অবাধ, নিরপেক্ষ নির্বাচন করা—এটাই আওয়ামী লীগের লক্ষ্য।
তবে নানা দিক থেকে চক্রান্ত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এখানে চক্রান্ত আছে। চক্রান্ত করেই চেষ্টা হচ্ছে অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করা। সব দিক থেকে চেষ্টা হচ্ছে। এরই মধ্যে আমাদের সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে। আমাদের শক্তি দেশবাসী।’
দেশবাসী আওয়ামী লীগের শক্তি বলে উল্লেখ করেছেন শেখ হাসিনা। কিন্তু বিএনপিও যে একেবারে জনসমর্থনহীন দল নয়, সেটাও তো দলটির সভা-সমাবেশ দেখেই বোঝা যায়। বিএনপি যদি সত্যি শেষ পর্যন্ত নির্বাচনে আসে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলেই কেবল বোঝা যাবে কোন দলের প্রতি মানুষের সমর্থনের পাল্লা ভারী।
১৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল বলার চেষ্টা করেছে, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হওয়ার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুব প্রয়োজন। সেই বন্দোবস্তের রূপরেখাটা কেমন হবে, সেটা নিয়ে বহু বছর ধরে কথা হচ্ছে।
১২ ঘণ্টা আগেযেকোনো সরকারের অজনপ্রিয় তথা জনবিচ্ছিন্ন হওয়া এবং তার পরিণতিতে পতনের পেছনে আমলাতন্ত্রের বিরাট ভূমিকা থাকে। বিপরীতে সরকারের জনপ্রিয় হওয়ার পেছনেও প্রধান ভূমিকা রাখতে পারে তার প্রশাসনযন্ত্র। কেননা, সরকারের নীতি ও পরিকল্পনা এবং তার রাজনৈতিক কর্মসূচিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়িত হয় প্রশাসনের লোকজনের মাধ্যমেই
১৩ ঘণ্টা আগেনভেম্বর মাসে ঢাকা শহরের অবস্থা কতটা অরক্ষিত ছিল, সেটা বোঝা যাবে ১১ নভেম্বর প্রকাশিত একটি সংবাদে। সংক্ষেপে সে খবরটি এ রকম: রোকেয়া হলে ডাকাতি গত মঙ্গলবার দিবাগত শেষ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এক মারাত্মক ডাকাতি সংঘটিত হয়। দুষ্কৃতিকারীরা হলের প্রভোষ্ট ও হলে অবস্থানকারী ছাত্রীদের হাজার হাজার
১৩ ঘণ্টা আগেপ্রতিকূলে চলা মানুষেরাই। আমাদের খাই খাই স্বভাবের সমাজে একজন ব্যতিক্রমী মানুষের উদাহরণ ঠাকুরগাঁও সদর উপজেলার পাহাড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলী। তিনি একাই ১ লাখ ১০ হাজার তালগাছ রোপণ করেছেন। এ জন্য তিনি নিজের জমি বিক্রি করতেও কার্পণ্য করেননি। আর্থিকভাবে তেমন সচ্ছল নন খোরশেদ। অভাব-অনটন তাঁর সংসারে
১৩ ঘণ্টা আগে