সম্পাদকীয়
একদিকে করোনা আতঙ্কে মানুষ দিশাহারা, অন্যদিকে গত কদিন ধরে চলছে প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা নেই। বাড়ছে তাপমাত্রা। ঘরে এবং ঘরের বাইরে কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। তীব্র দাবদাহ আগুনের তাপ ছড়াচ্ছে শরীরে। ঘরে ফ্যান চালিয়েও গা ভিজে যাচ্ছে ঘামে। যাদের ঘরে ফ্যান নেই, তাদের পুড়তে হচ্ছে তাপে-ভাপে। মুখ শুকিয়ে যাচ্ছে।
পিপাসা বেড়ে গেছে। ঘন গন পানি খেয়েও শান্তি পাওয়া যাচ্ছে না। মানুষ আকাশে খুঁজছে মেঘদল। কিন্ত না, খা খা রোদ ছাড়া মেখের দেখা নেই। মানুষের এই হাঁসফাঁস অবস্থায় আবহাওয়া দপ্তরও দিতে পারছে না কোনো সুসংবাদ। সহসা বৃষ্টি হওয়ার তথ্য আবহাওয়া দপ্তরেও নেই।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। তারা তাদের মাঠের ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছেন না। কিছু জায়গায় খেতের ফসল খরায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কুয়া, খাল বিল শুকিয়ে পানির সংকট তৈরি হচ্ছে। গবাদি পশুর খাদ্য নিয়েও সংকট হচ্ছে।
আবার খরার প্রভাবে রোগ-বালাই বাড়ছে। ভাইরাস জ্বর, ডায়রিয়া, হাম, আমাশয়সহ কিছু রোগ কোথাও কোথাও বাড়ছে। হিট স্ট্রোকের আশঙ্কাও করা হচ্ছে। মানুষ এমনিতেই করোনার কারণে নানা সমস্যার মধ্যে আছে। কোনো কিছু নিয়ম মাফিক, স্বাভাবিকভাবে চলছে না। জীবন চালানো অনেকের জন্য কষ্টকর একদিকে করোনা আতঙ্কে মানুষ দিশাহারা, অন্যদিকে গত কদিন ধরে চলছে প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা নেই। বাড়ছে তাপমাত্রা। ঘরে এবং ঘরের বাইরে কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। তীব্র দাবদাহ আগুনের তাপ ছড়াচ্ছে শরীরে। হয়ে পড়েছে। তার ওপর এই ভ্যাপসা গরম একেবারেই অসহনীয় অবস্থা তৈরি করেছে।
জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিরূপ আচরণ পরিবেশ সুরক্ষার তাগিদ সামনে আনলেও যেসব দেশের কারণে প্রকৃতি-পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে, সেই দেশগুলোর মনোভাবে এখনও পরিবর্তন আসার লক্ষণ দেখা যায় না।
আমাদের দেশে এখন গরমকাল। এ সময় প্রকৃতি একটু রসকষহীন থাকে। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ইদানীং গরমের তীব্রতা বেড়েছে। বৃষ্টি না হলে চারদিকে শীতল হাওয়া বইবে না। তবে বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর রুদ্ররূপ যদি দেখতে হয়, তা হলে তো স্বস্তির সঙ্গে অস্বস্তিও আসবে। তবে এখন আমাদের একটু মেঘবৃষ্টির জন্যই আকুল প্রার্থনা।
একদিকে করোনা আতঙ্কে মানুষ দিশাহারা, অন্যদিকে গত কদিন ধরে চলছে প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা নেই। বাড়ছে তাপমাত্রা। ঘরে এবং ঘরের বাইরে কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। তীব্র দাবদাহ আগুনের তাপ ছড়াচ্ছে শরীরে। ঘরে ফ্যান চালিয়েও গা ভিজে যাচ্ছে ঘামে। যাদের ঘরে ফ্যান নেই, তাদের পুড়তে হচ্ছে তাপে-ভাপে। মুখ শুকিয়ে যাচ্ছে।
পিপাসা বেড়ে গেছে। ঘন গন পানি খেয়েও শান্তি পাওয়া যাচ্ছে না। মানুষ আকাশে খুঁজছে মেঘদল। কিন্ত না, খা খা রোদ ছাড়া মেখের দেখা নেই। মানুষের এই হাঁসফাঁস অবস্থায় আবহাওয়া দপ্তরও দিতে পারছে না কোনো সুসংবাদ। সহসা বৃষ্টি হওয়ার তথ্য আবহাওয়া দপ্তরেও নেই।
তাপমাত্রা বেড়ে যাওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে। তারা তাদের মাঠের ফসল ঠিকমতো ঘরে তুলতে পারছেন না। কিছু জায়গায় খেতের ফসল খরায় ক্ষতিগ্রস্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কুয়া, খাল বিল শুকিয়ে পানির সংকট তৈরি হচ্ছে। গবাদি পশুর খাদ্য নিয়েও সংকট হচ্ছে।
আবার খরার প্রভাবে রোগ-বালাই বাড়ছে। ভাইরাস জ্বর, ডায়রিয়া, হাম, আমাশয়সহ কিছু রোগ কোথাও কোথাও বাড়ছে। হিট স্ট্রোকের আশঙ্কাও করা হচ্ছে। মানুষ এমনিতেই করোনার কারণে নানা সমস্যার মধ্যে আছে। কোনো কিছু নিয়ম মাফিক, স্বাভাবিকভাবে চলছে না। জীবন চালানো অনেকের জন্য কষ্টকর একদিকে করোনা আতঙ্কে মানুষ দিশাহারা, অন্যদিকে গত কদিন ধরে চলছে প্রচণ্ড গরম। বৃষ্টির দেখা নেই। বাড়ছে তাপমাত্রা। ঘরে এবং ঘরের বাইরে কোথাও একটু স্বস্তি পাচ্ছে না মানুষ। তীব্র দাবদাহ আগুনের তাপ ছড়াচ্ছে শরীরে। হয়ে পড়েছে। তার ওপর এই ভ্যাপসা গরম একেবারেই অসহনীয় অবস্থা তৈরি করেছে।
জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়ার বিরূপ আচরণ পরিবেশ সুরক্ষার তাগিদ সামনে আনলেও যেসব দেশের কারণে প্রকৃতি-পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে, সেই দেশগুলোর মনোভাবে এখনও পরিবর্তন আসার লক্ষণ দেখা যায় না।
আমাদের দেশে এখন গরমকাল। এ সময় প্রকৃতি একটু রসকষহীন থাকে। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ইদানীং গরমের তীব্রতা বেড়েছে। বৃষ্টি না হলে চারদিকে শীতল হাওয়া বইবে না। তবে বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর রুদ্ররূপ যদি দেখতে হয়, তা হলে তো স্বস্তির সঙ্গে অস্বস্তিও আসবে। তবে এখন আমাদের একটু মেঘবৃষ্টির জন্যই আকুল প্রার্থনা।
বাংলাদেশে বাম আন্দোলনের বিকাশ ও ক্ষমতায়নের উজ্জ্বল সম্ভাবনা ছিল কিন্তু তাকে কাজে লাগানো যায়নি। এই সংকট নিয়ে অনেক আলোচনা-বিশ্লেষণ হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। সংকট না কমে বরং বেড়েছে। বাম দলগুলোও আরও বিভক্ত হয়ে পড়েছে। প্রভাব ও আকৃতির দিক থেকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও যা আছে তা নিয়ে এভাবে নিজেদে
৪ মিনিট আগেবাংলাদেশের সরকারি চাকরিতে দীর্ঘদিন ধরে চলে আসা আন্তক্যাডার বৈষম্য নিয়ে দ্বন্দ্ব ৫ আগস্টের পর ব্যাপকভাবে প্রকাশ্যে আসা শুরু করে। বাংলাদেশ কর্ম কমিশনের মাধ্যমে নিয়োগ করা সরকারের ২৬টি ক্যাডারে সবাই একই পদমর্যাদা ও সুযোগ-সুবিধা নিয়ে প্রবেশ করলেও ধীরে ধীরে ক্যাডারভেদে বৈষম্য প্রকট হয়ে ওঠে।
১২ মিনিট আগেছাত্র গণ-অভ্যুত্থানের পর এক অভাবনীয় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছিল অন্তর্বর্তী সরকার। সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট আর ক্ষমতার দম্ভে অতিষ্ঠ মানুষ চেয়েছিল দেশ থেকে সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, লুটপাট বন্ধ হবে। জিনিসপত্রের দাম সহনীয় থাকবে। সবাই খেয়ে-পরে নিরাপদে বসবাস করতে...
১ দিন আগে‘ভালো মা’ বা একজন ‘খারাপ মা’ দেখতে কেমন, তা বোঝা যায় বাংলা সিনেমা কিংবা ভারতীয় বাংলা সিনেমা দেখলে। সাধারণত ভালো মা মানেই পর্দায় ভেসে ওঠে সাদাসিধে শাড়ি পরা একজন নারীর ছবি। সিনেমায় পদে পদে তার অসহায়ত্ব দেখতে পাবেন। চোখে পড়বে মুখ বুজে সব গঞ্জনা, অপবাদ সহ্য় করার ব্যাপারটি।
১ দিন আগে