নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব-অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ-খবর রাখেন। চলতি বছর একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাতযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন।
চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।
দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। আগামী ১ জুলাই সড়কপথে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। সফর শেষে ২ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজকের পত্রিকাকে বলেন, প্রধানমন্ত্রী সব সময় নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি যেমন দেশের মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন, সেই সঙ্গে তাঁর এলাকার মানুষের অভাব-অভিযোগও শোনেন। সেই কাজের অংশ হিসেবে ঈদের পর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় যাবেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন। রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলেও তাঁর একজন প্রতিনিধি এলাকার বিভিন্ন কাজের দেখভাল করে থাকেন। তবে প্রধানমন্ত্রীও নিয়মিত এলাকার বিষয়ে খোঁজ-খবর রাখেন। চলতি বছর একাধিকবার তিনি টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন। সেখানে নিজ বাসভবনে রাতযাপন করেন। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী মাঝেমধ্যে নিজ এলাকায় যান। সেখানে মানুষের সঙ্গে দেখা করেন, কথাবার্তা বলেন। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। এবারও তিনি সেটাই করবেন।
চলতি বছরের জানুয়ারিতে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। পরে ওই সময় তিনি খুলনায়ও গিয়েছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন। সেখানে তিনি কোটালিপাড়ায় এক জনসভায় বক্তব্য রাখেন।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৩ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
৫ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগে