নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যাঁরা গণবিরোধী রাজনীতি করেন, জনগণ তাঁদের পাশে থাকে না।’
আজ শনিবার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে হাছান মাহমুদ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আন্দোলন নিয়ে বক্তব্যের জবাবে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিগত সময়ে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু নয়। বিএনপি নেতৃবৃন্দ ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন—এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকে এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে—এ রকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাঁদের এই হুমকিগুলোও ঠিক সে রকম। মানুষ তাঁদের এই হুমকি শুনে হাস্যরস করে।’
সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম—সবার সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছিল; কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। কারণ, উন্নয়নের ফলে দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে, ১৪ দলীয় জোটের সঙ্গে আছে।’
বাংলাদেশের গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও-পোড়াও না করত, হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগিয়ে যেতে পারতাম।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণ বিএনপির ডাকে সাড়া দেবে না। কারণ, যাঁরা গণবিরোধী রাজনীতি করেন, জনগণ তাঁদের পাশে থাকে না।’
আজ শনিবার মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে হাছান মাহমুদ বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের আন্দোলন নিয়ে বক্তব্যের জবাবে এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘বিগত সময়ে বিএনপি আন্দোলনের যে হুমকি দিয়েছিল, বর্তমানে সেটার ধারাবাহিকতা ছাড়া কিছু নয়। বিএনপি নেতৃবৃন্দ ঈদের পরে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন—এটা অন্তত ১২ বছর ধরে বলে আসছেন। ২০০৯ সালে সরকার গঠন করার এক বছর পর থেকে এই ঈদের পরে, এই শীতের পরে, এই বর্ষার পরে, পরীক্ষার পরে—এ রকম বহু হুমকি শুনে আসছি। খালি কলসি যে বেশি বাজে, তাঁদের এই হুমকিগুলোও ঠিক সে রকম। মানুষ তাঁদের এই হুমকি শুনে হাস্যরস করে।’
সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০১৮ সালের নির্বাচনের আগে ডান-বাম, অতি বাম—সবার সন্নিবেশ ঘটানোর চেষ্টা করেছিল; কিন্তু সেই ঐক্য করে কোনো লাভ হয়নি। সেটি একেবারে ফানুসের মতো নিভে গেছে। কারণ, উন্নয়নের ফলে দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আছে, ১৪ দলীয় জোটের সঙ্গে আছে।’
বাংলাদেশের গণতন্ত্র সূচকে এক ধাপ এগিয়ে যাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যদি গণবিরোধী রাজনীতি না করত, জ্বালাও-পোড়াও না করত, হরতাল-অবরোধের মাধ্যমে জনগণকে অবরুদ্ধ করার রাজনীতি না করত, গণতন্ত্র সূচকে আমরা আরও বহু ধাপ এগিয়ে যেতে পারতাম।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৮ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১০ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে