ঢাবি প্রতিনিধি
বিএনপির আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আপনাদের এতই যদি মনে হয়, মানুষ আপনাদের একেবারে গাছে উঠিয়ে সরকার বানিয়ে দেবে। তাহলে চ্যালেঞ্জ দিলাম, নির্বাচনে আসুন। যদি জয়লাভ করেন আমাদের আপত্তি নেই।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল হক।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিতে শিখেছে, তারা আপনাদের ভোট দেবে না। আপনাদের মতো ভোটবিহীন নির্বাচন, হ্যাঁ-না ভোট... ১৯৯৬ সালের ১৫ আগস্ট কী করেছেন আমরা ভুলিনি।’
আনিসুল হক বলেন, পাকিস্তান গোষ্ঠীর যারা দালাল ছিল, ‘এখন মুসলিম লীগের শেরওয়ানি ছেড়ে তারা বিএনপির কাপড় পরা শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর শত্রু ছিল, এখনো আছে। তারা ষড়যন্ত্র করে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটায়। ৭৫ সালের অসমাপ্ত ষড়যন্ত্র সম্পূর্ণ করতে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা তারা ঘটায়। তবে সেখানে তারা ব্যর্থ হয়। সেদিন সরকারে ছিল বিএনপি। এ রকম একটা আক্রমণ, সেখানে ২২ জন হত্যা হয়ে গেল। এ ঘটনায় একটা মামলা হয়, সরকারিভাবে আরেকটি তদন্ত হয়। যেখানে একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছিলেন—এখানে ভারত সরকারের হাত আছে। আর মামলার বাদী ছিলেন শরিফ ফারুক আহমেদ, এফআইআরে জর্জ মিয়ার নাটক সাজানো হলো। মামলার সুষ্ঠু চেষ্টা তারা করেনি, কারণ এতে তারেক রহমান, খালেদা জিয়া জড়িয়ে যাবে। তাই মামলা তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।’
২১ আগস্ট প্রসঙ্গে আনিসুল হক আরও বলেন, গ্রেনেড হামলায় জোর করে তারেক রহমানকে জড়ানো হয়েছে, এ কথা মির্জা ফখরুল ইসলাম বলেন। মির্জা ফখরুল ইসলামের অভ্যাস মিথ্যা কথা বলা। মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তিনি নিজেও ভুলে গেছেন। তিনি তথ্য না জেনেই কথা বলেন। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটকে জবানবন্দিতে বলে গেছেন, তারেক রহমানের হাওয়া ভবনে ষড়যন্ত্রের কথা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যার ষড়যন্ত্রের কথা।
ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, জেনে কথা বলুন। তাহলে এত মিথ্যাবাদী হবেন না। যেটা জানেন না সেটা বলবেন না।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান আইনমন্ত্রী।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বিএনপির আন্দোলনে মানুষ সম্পৃক্ত হয় না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘আপনাদের এতই যদি মনে হয়, মানুষ আপনাদের একেবারে গাছে উঠিয়ে সরকার বানিয়ে দেবে। তাহলে চ্যালেঞ্জ দিলাম, নির্বাচনে আসুন। যদি জয়লাভ করেন আমাদের আপত্তি নেই।’
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনে ‘২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবসে শহীদদের স্মরণে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনিসুল হক।
এ সময় বিএনপিকে উদ্দেশ করে আনিসুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিতে শিখেছে, তারা আপনাদের ভোট দেবে না। আপনাদের মতো ভোটবিহীন নির্বাচন, হ্যাঁ-না ভোট... ১৯৯৬ সালের ১৫ আগস্ট কী করেছেন আমরা ভুলিনি।’
আনিসুল হক বলেন, পাকিস্তান গোষ্ঠীর যারা দালাল ছিল, ‘এখন মুসলিম লীগের শেরওয়ানি ছেড়ে তারা বিএনপির কাপড় পরা শুরু করেছে। তারা বঙ্গবন্ধুর শত্রু ছিল, এখনো আছে। তারা ষড়যন্ত্র করে ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনা ঘটায়। ৭৫ সালের অসমাপ্ত ষড়যন্ত্র সম্পূর্ণ করতে ২০০৪ সালের ২১ আগস্টের ঘটনা তারা ঘটায়। তবে সেখানে তারা ব্যর্থ হয়। সেদিন সরকারে ছিল বিএনপি। এ রকম একটা আক্রমণ, সেখানে ২২ জন হত্যা হয়ে গেল। এ ঘটনায় একটা মামলা হয়, সরকারিভাবে আরেকটি তদন্ত হয়। যেখানে একজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেছিলেন—এখানে ভারত সরকারের হাত আছে। আর মামলার বাদী ছিলেন শরিফ ফারুক আহমেদ, এফআইআরে জর্জ মিয়ার নাটক সাজানো হলো। মামলার সুষ্ঠু চেষ্টা তারা করেনি, কারণ এতে তারেক রহমান, খালেদা জিয়া জড়িয়ে যাবে। তাই মামলা তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।’
২১ আগস্ট প্রসঙ্গে আনিসুল হক আরও বলেন, গ্রেনেড হামলায় জোর করে তারেক রহমানকে জড়ানো হয়েছে, এ কথা মির্জা ফখরুল ইসলাম বলেন। মির্জা ফখরুল ইসলামের অভ্যাস মিথ্যা কথা বলা। মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ের মিথ্যা বলেন তিনি নিজেও ভুলে গেছেন। তিনি তথ্য না জেনেই কথা বলেন। মুফতি হান্নান ম্যাজিস্ট্রেটকে জবানবন্দিতে বলে গেছেন, তারেক রহমানের হাওয়া ভবনে ষড়যন্ত্রের কথা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা ও হত্যার ষড়যন্ত্রের কথা।
ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, জেনে কথা বলুন। তাহলে এত মিথ্যাবাদী হবেন না। যেটা জানেন না সেটা বলবেন না।
এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান আইনমন্ত্রী।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পাশের দেয়ালে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারের গ্ৰাফিতি মুছে ফেলেছে একদল শিক্ষার্থী। গতকাল শুক্রবার মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের পর তাঁরা ঘটনাস্থলে যায়। পরে গ্রা
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১৪ ঘণ্টা আগেযুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন
১৬ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কাল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভি
১৭ ঘণ্টা আগে