নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা এবং ডিএনসিসির ১ ও ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মীরা চেয়ারে বসাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া অন্তত ২০০টি চেয়ার ভাঙচুর হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসানের ভাগনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে মঞ্চে প্রবেশ করে। একই সময় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম মুক্তার নেতৃত্বে মিছিল নিয়ে আরেকটি দল প্রবেশ করে। দুই গ্রুপের মধ্যে ঠেলাঠেলি, ধস্তাধস্তি থেকে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম মুক্তা বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে আমরা যখন মঞ্চে বসার জন্য এসেছি, তখন কবীর হাসানের গেঞ্জি পরিহিত লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। কী কারণে তারা হামলা চালিয়েছে, তা আমি বুঝতে পারছি না। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন।’
মুক্তা বলেন, ‘এ ঘটনায় আমি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংসদ হাবিব হাসানের কাছে বিচার দাবি করছি।’
স্থানীয় এমপির ভাগনে কবির হাসানের ফোনে নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি জবাব দেননি।
পরে এমপি হাবিব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দেখি নাই। যেহেতু দেখি নাই, সেহেতু কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সম্মেলনের শুরুতে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কিন্তু বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নাই।’
উল্লেখ্য, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ছিলেন প্রধান বক্তা।
রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ জন আহতের খবর পাওয়া গেছে।
উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম ও বিমানবন্দর থানা এবং ডিএনসিসির ১ ও ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের কর্মীরা চেয়ারে বসাকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ছাড়া অন্তত ২০০টি চেয়ার ভাঙচুর হয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নেতাকর্মী বলেন, ঢাকা-১৮ আসনের এমপি হাবিব হাসানের ভাগনের নেতৃত্বে একটি মিছিল নিয়ে মঞ্চে প্রবেশ করে। একই সময় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম মুক্তার নেতৃত্বে মিছিল নিয়ে আরেকটি দল প্রবেশ করে। দুই গ্রুপের মধ্যে ঠেলাঠেলি, ধস্তাধস্তি থেকে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিকুল ইসলাম মুক্তা বলেন, ‘শান্তিপূর্ণভাবে মিছিল শেষ করে আমরা যখন মঞ্চে বসার জন্য এসেছি, তখন কবীর হাসানের গেঞ্জি পরিহিত লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে। কী কারণে তারা হামলা চালিয়েছে, তা আমি বুঝতে পারছি না। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন।’
মুক্তা বলেন, ‘এ ঘটনায় আমি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংসদ হাবিব হাসানের কাছে বিচার দাবি করছি।’
স্থানীয় এমপির ভাগনে কবির হাসানের ফোনে নম্বরে একাধিকবার কলা করা হলেও তিনি জবাব দেননি।
পরে এমপি হাবিব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি দেখি নাই। যেহেতু দেখি নাই, সেহেতু কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘সম্মেলনের শুরুতে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। কিন্তু বিষয়ে কেউ কোনো অভিযোগ করেন নাই।’
উল্লেখ্য, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান সম্মেলন উদ্বোধন করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি ছিলেন প্রধান বক্তা।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
৯ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে