নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে জনগণকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে কাজ হবে না, যদি না নির্বাচনকালীন সরকার পরিবর্তন হয়, নির্দলীয় না থাকে। আজকে তারা (সরকার) সার্চ কমিটি করে জনগণকে বোকা বানিয়ে নির্বাচন কমিশন করে আবারও ২০১৪, ২০১৮-এর মতো নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।
আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশে এখন দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের ফোনালাপের কথোপকথনের মধ্যে দুর্নীতির চিত্র উঠে এসেছে। সেখানে বিচারকদের নামও উঠে এসেছে। এর সঙ্গে সম্পৃক্ত যাঁর নাম উঠে এসেছে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পুত্র। এ ঘটনা থেকে বোঝা যায়, দেশে দুর্নীতি হচ্ছে এবং সেটা সরকারের উচ্চমহল থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছেন উপাচার্যরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা দুর্নীতি করছেন। মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি করা হচ্ছে। এমন একটা জায়গা নাই, যেখানে দুর্নীতি করা হচ্ছে না।’
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করে জনগণকে বোকা বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বই ‘স্মৃতির অ্যালবাম’-এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন কমিশন দিয়ে কাজ হবে না, যদি না নির্বাচনকালীন সরকার পরিবর্তন হয়, নির্দলীয় না থাকে। আজকে তারা (সরকার) সার্চ কমিটি করে জনগণকে বোকা বানিয়ে নির্বাচন কমিশন করে আবারও ২০১৪, ২০১৮-এর মতো নির্বাচন করে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়।
আইনমন্ত্রী আনিসুল হক ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ‘এই দেশে এখন দুর্নীতি ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটার সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে সরকার। সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের ফোনালাপের কথোপকথনের মধ্যে দুর্নীতির চিত্র উঠে এসেছে। সেখানে বিচারকদের নামও উঠে এসেছে। এর সঙ্গে সম্পৃক্ত যাঁর নাম উঠে এসেছে, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর পুত্র। এ ঘটনা থেকে বোঝা যায়, দেশে দুর্নীতি হচ্ছে এবং সেটা সরকারের উচ্চমহল থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে। এখন বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করছেন উপাচার্যরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাঁরা কাজ করছেন, তাঁরা দুর্নীতি করছেন। মেডিকেল কলেজগুলোতে দুর্নীতি করা হচ্ছে। এমন একটা জায়গা নাই, যেখানে দুর্নীতি করা হচ্ছে না।’
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১৯ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২ দিন আগে