নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদেরই আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আগামীকাল শনিবার এই মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন তিনি। এখন সার্বিক প্রস্তুতি চলছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির ওপর নেতা-কর্মীদেরও আস্থা নেই, জনগণেরও নেই। সরকারের পতন দূরে থাক, বিএনপি নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে।
আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যে তা প্রমাণ করেছে। দেশের মানুষ এখন কথা বলতে, কথা শুনতে অভ্যস্ত নয়। তারা কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে।
কাদের বলেন, বিদেশিদের আমন্ত্রণের বাইরে আওয়ামী লীগ যায়নি, গিয়েছে বিএনপি।
বিএনপির কর্মসূচিতে দলটির নেতা-কর্মীদেরই আস্থা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আগামীকাল শনিবার এই মাঠে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন তিনি। এখন সার্বিক প্রস্তুতি চলছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কর্মসূচির ওপর নেতা-কর্মীদেরও আস্থা নেই, জনগণেরও নেই। সরকারের পতন দূরে থাক, বিএনপি নিজেদের অস্তিত্বের সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।
ওবায়দুল কাদের আরও বলেন, শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে।
আওয়ামী লীগ কথায় নয়, কাজে বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যে তা প্রমাণ করেছে। দেশের মানুষ এখন কথা বলতে, কথা শুনতে অভ্যস্ত নয়। তারা কাজ দেখতে অভ্যস্ত। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে।
কাদের বলেন, বিদেশিদের আমন্ত্রণের বাইরে আওয়ামী লীগ যায়নি, গিয়েছে বিএনপি।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৯ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১১ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে