Ajker Patrika

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে জামায়াতের বৈঠক

অনলাইন ডেস্ক
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক। ছবি: সংগৃহীত
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশস্থ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আজ রোববার একটি প্রতিনিধি দল হাইকমিশনারের বাসভবনে সাক্ষাৎ করেন।

দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম এক বার্তায় এ সাক্ষাতের কথা জানিয়েছেন। বার্তায় জানানো হয়, সাক্ষাতটি অত্যন্ত সৌহার্দ্য ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতকালে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে অভিমত ব্যক্ত করা হয়।

বার্তায় আরও বলা হয়, কয়েক দিন পূর্বে ব্রিটিশ পার্লামেন্টের একজন সম্মানিত সদস্য বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্রিটিশ পার্লামেন্টের ওই সদস্যের মন্তব্যের প্রতিবাদ লিপি হাইকমিশনারের নিকট হস্তান্তর করা হয়।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, প্রফেসর ড. মাহমুদুল হাসান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ঈদের ছুটিতে কৃষি প্রকল্পে পাতানো দরপত্র

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত