রংপুরে শেখ হাসিনার সমাবেশের পথে সৈয়দপুরের হাজারো নেতা-কর্মী

জসিম উদ্দিন, সৈয়দপুর থেকে
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২: ৫৮
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৪: ২২

রংপুর জিলা স্কুল মাঠে আজ (বুধবার) দুপুরে মহাসমাবেশে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে নীলফামারীর রেলওয়ে শহর সৈয়দপুর থেকে প্রায় ১০ হাজার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী যোগ দিচ্ছেন বলে জানা গেছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ওই সব নেতা-কর্মী দেড় শতাধিক বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা হয় তাঁর সঙ্গে। মোমিন আজকের পত্রিকাকে বলেন, ‘মিনি ও বড় বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস রয়েছে দেড় শতাধিক। এ ছাড়া মোটরসাইকেলযোগে হাজারো নেতা-কর্মী সমাবেশে যোগ দেবেন। সকাল ৮টা থেকে শহীদ স্মৃতি পার্কে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। অনেকেই দুপুরের খাবার সঙ্গে নিয়ে এসেছেন।’

সকাল ৮টা থেকে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর শহীদ স্মৃতি পার্কে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ছবি: আজকের পত্রিকাসৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুর হাটের ভ্যানচালক রশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৭টায় নাশতা খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। দুপুরের জন্য শুকনো খাবার সাথে নিছি। পানির বোতল এইখান থাকি পাইলাম। আর চিন্তা নাই! বাসে উঠি চলি যাব প্রধানমন্ত্রীর সভায়। আগে গেলে মঞ্চের কাছাকাছি বসতে পারব।’

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। মহাসমাবেশ ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সকাল ৮টা থেকে সমাবেশে যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুর শহীদ স্মৃতি পার্কে নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। ছবি: আজকের পত্রিকাউল্লেখ্য, গতকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে পৌঁছে গেছেন। জেলার বাইরের উপজেলা থেকে নেতা-কর্মীরা বাস-ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতা-কর্মীদের বাইরে বিপুলসংখ্যক সাধারণ মানুষও রয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত