নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে যে অপপ্রচার করেছে, সে জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে আজ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পিয়ার ফার্মের মাধ্যমে লবিস্ট নিয়োগ হয়ে থাকে। যাতে দেশের রপ্তানি উন্নয়নে কাজে লাগে। অথচ বিএনপি তাদের নিজস্ব প্যাডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় সে ধরনের অপপ্রচার করেছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অপপ্রচারের বিষয়টি প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেনে নেয়নি। পরে যখন তথ্য-প্রমাণসহ গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয় তখন তারা নিশ্চুপ হয়।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য যে কাজ করেছেন, ইউরোপের কোনো দেশ হলে তাঁর বিরুদ্ধে মামলা হতো। বিএনপির এসব কাজে তাদের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
সার্চ কমিটি গঠন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে। সেখানে দুজন বাদে সবাই সাংবিধানিক পদে আছেন। দুজন সিভিল সোসাইটির থেকে নেওয়া হয়েছে। যারা সাংবিধানিক পদে আছেন তাঁদের রাষ্ট্রপতি চাইলেও বাদ দিতে পারবেন না। তাঁদের বাদ দিতে হলে অনেক প্রসিডিউর রয়েছে।
বিএনপি দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে যে অপপ্রচার করেছে, সে জন্য তাদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সচিবালয়ে আজ সোমবার দুপুরে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য পিয়ার ফার্মের মাধ্যমে লবিস্ট নিয়োগ হয়ে থাকে। যাতে দেশের রপ্তানি উন্নয়নে কাজে লাগে। অথচ বিএনপি তাদের নিজস্ব প্যাডে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় সে ধরনের অপপ্রচার করেছে।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির অপপ্রচারের বিষয়টি প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর মেনে নেয়নি। পরে যখন তথ্য-প্রমাণসহ গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয় তখন তারা নিশ্চুপ হয়।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য যে কাজ করেছেন, ইউরোপের কোনো দেশ হলে তাঁর বিরুদ্ধে মামলা হতো। বিএনপির এসব কাজে তাদের অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছে।
সার্চ কমিটি গঠন নিয়ে তথ্যমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে। সেখানে দুজন বাদে সবাই সাংবিধানিক পদে আছেন। দুজন সিভিল সোসাইটির থেকে নেওয়া হয়েছে। যারা সাংবিধানিক পদে আছেন তাঁদের রাষ্ট্রপতি চাইলেও বাদ দিতে পারবেন না। তাঁদের বাদ দিতে হলে অনেক প্রসিডিউর রয়েছে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৮ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১০ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে