নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী মেয়াদের কথা বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই। স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্পণ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আরও বলেন, ‘গত দুবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করতে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছিল। এবারও আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা মতামত পাঠিয়ে দিয়েছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় সেটি এখনো কার্যকর হয়নি। তারা দেশে আসার পরে কার্যকর হবে।’
এ বিষয়ে আনিসুল হক আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের কাছে আবেদন এসেছিল, সেটির মতামত দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। আমার জানামতে সেটা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দুজনেই দেশের বাইরে আছেন।’
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে। বিএনপির পক্ষ থেকে স্থায়ী মেয়াদের কথা বলা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এই আবেদনে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানো ছাড়া আইনি কোনো সুযোগ নেই। স্থায়ী মুক্তির জন্য খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে নতুন করে আবেদন করতে হবে।
রোববার (১২ সেপ্টেম্বর) আইন কমিশনের রজতজয়ন্তী উদযাপন ও আইন দর্পণ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী আরও বলেন, ‘গত দুবারের মতো খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করতে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হয়েছিল। এবারও আরও ছয় মাস মেয়াদ বৃদ্ধি করার জন্য আমরা মতামত পাঠিয়ে দিয়েছি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দেশের বাইরে থাকায় সেটি এখনো কার্যকর হয়নি। তারা দেশে আসার পরে কার্যকর হবে।’
এ বিষয়ে আনিসুল হক আরও বলেন, ‘গত সপ্তাহে আমাদের কাছে আবেদন এসেছিল, সেটির মতামত দিয়ে আমরা পাঠিয়ে দিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত সেটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদিত না হয়, ততক্ষণ পর্যন্ত হবে না। আমার জানামতে সেটা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়নি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী ও সুরক্ষা বিভাগের সচিব দুজনেই দেশের বাইরে আছেন।’
ড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১৯ ঘণ্টা আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
১ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে তাঁর অংশগ্রহণকে রাজনীতির জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন বিশ্লেষক ও রাজনৈতিক দলগুলোর নেতারা
১ দিন আগেমানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
২ দিন আগে