নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে অস্থিরতা ও জনগণের মধ্যে ‘তীব্র অসন্তোষ’ দেখা দিতে পারে এবং দেশ ‘অস্থিতিশীল’ হতে পারে বলে সতর্ক করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী ড. ইউনূস ২০২৬ সাল পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়া হতে পারে বলে মন্তব্য করার পর বিএনপির পক্ষ থেকে এই মন্তব্য করা হলো।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্ট থেকে ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ বাংলাদেশ পরিচালনা করছে। এর আগে ছাত্র-জনতার আন্দোলন-বিক্ষোভের মুখে ভারতের দীর্ঘদিনের মিত্র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে নয়া দিল্লিতে আশ্রয় নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত বছরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল। তবে ড. ইউনূস মঙ্গলবার এক ভাষণে বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, এর ফলে ‘বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্ভব হবে। এর আগে হাসিনার আমলে বিরোধী দলগুলো ও কিছু পশ্চিমা দেশ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে।
এ মাসের শুরুতে ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এ বছর নির্বাচন কঠিন হবে। কারণ, এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ও সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, বিরোধী দল বিএনপি এ বছরই গণতন্ত্রে ফিরতে চায়।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে গতকাল শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো—যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণভাবে, ডিসেম্বরের মধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’ তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো—কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে...সময়ই তা বলে দেবে।’ এ বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে কোনো জ্যেষ্ঠ বিএনপি নেতার পক্ষ থেকে এটিই প্রথম সতর্কবার্তা।
এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ও তাঁর দল এবং মন্ত্রিসভার অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দলটি কার্যত ভেঙে পড়েছে। আর তাই, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি। ছাত্রনেতারা বলেছেন, বাংলাদেশিরা দুটি প্রতিষ্ঠিত দলের ওপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চায়।
তবে মঈন খান বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তাঁর দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তাঁর স্বেচ্ছা আরোপিত নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।
সাম্প্রতিক মাসগুলোতে তারেক রহমান এবং তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার রায় আদালতে বাতিল করা হয়েছে। ফলে তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস ও হৃদ্রোগে ভুগছেন। গত জানুয়ারি থেকে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তাঁর বিষয়ে মঈন খান বলেন, ‘বাংলাদেশে থাকা সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি।’ তবে তিনি সম্ভবত সক্রিয় রাজনীতিতে ফিরবেন না, সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন খান।
নির্বাচন বিলম্বিত হলে বাংলাদেশে অস্থিরতা ও জনগণের মধ্যে ‘তীব্র অসন্তোষ’ দেখা দিতে পারে এবং দেশ ‘অস্থিতিশীল’ হতে পারে বলে সতর্ক করেছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনকারী ড. ইউনূস ২০২৬ সাল পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়া হতে পারে বলে মন্তব্য করার পর বিএনপির পক্ষ থেকে এই মন্তব্য করা হলো।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার গত বছরের আগস্ট থেকে ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ বাংলাদেশ পরিচালনা করছে। এর আগে ছাত্র-জনতার আন্দোলন-বিক্ষোভের মুখে ভারতের দীর্ঘদিনের মিত্র তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে নয়া দিল্লিতে আশ্রয় নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত বছরই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে ছিল। তবে ড. ইউনূস মঙ্গলবার এক ভাষণে বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, এর ফলে ‘বাংলাদেশের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্ভব হবে। এর আগে হাসিনার আমলে বিরোধী দলগুলো ও কিছু পশ্চিমা দেশ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে।
এ মাসের শুরুতে ড. ইউনূসের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এ বছর নির্বাচন কঠিন হবে। কারণ, এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ও সাবেক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল মঈন খান বলেছেন, বিরোধী দল বিএনপি এ বছরই গণতন্ত্রে ফিরতে চায়।
ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে গতকাল শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মঈন খান অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা তাদের বোঝানোর চেষ্টা করব যে, তাদের জন্য সবচেয়ে ভালো উপায় হলো—যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে সম্মানজনকভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাধারণভাবে, ডিসেম্বরের মধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের পরে পরিস্থিতি আরও জটিল হতে পারে।’ তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং সেখানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।
মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেবে। এর অর্থ হলো—কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে...সময়ই তা বলে দেবে।’ এ বছর নির্বাচন না হলে পরিণতি সম্পর্কে কোনো জ্যেষ্ঠ বিএনপি নেতার পক্ষ থেকে এটিই প্রথম সতর্কবার্তা।
এদিকে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী হাসিনা ও তাঁর দল এবং মন্ত্রিসভার অন্যান্য জ্যেষ্ঠ নেতা ও সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় দলটি কার্যত ভেঙে পড়েছে। আর তাই, আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে নাহিদ ইসলামের নবগঠিত ছাত্র সংগঠন জাতীয় নাগরিক পার্টি। ছাত্রনেতারা বলেছেন, বাংলাদেশিরা দুটি প্রতিষ্ঠিত দলের ওপর বিরক্ত এবং মানুষ পরিবর্তন চায়।
তবে মঈন খান বলেছেন, বিএনপির অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, আগামী এক বছরের মধ্যে কোনো নির্বাচন হলে তাঁর দল সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ঘোষণার পর লন্ডনে তাঁর স্বেচ্ছা আরোপিত নির্বাসন থেকে ঢাকায় ফিরে আসবেন।
সাম্প্রতিক মাসগুলোতে তারেক রহমান এবং তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার রায় আদালতে বাতিল করা হয়েছে। ফলে তারেক রহমানের প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লিভার সিরোসিস ও হৃদ্রোগে ভুগছেন। গত জানুয়ারি থেকে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। তাঁর বিষয়ে মঈন খান বলেন, ‘বাংলাদেশে থাকা সময়ের চেয়ে এখন অনেক ভালো আছেন তিনি।’ তবে তিনি সম্ভবত সক্রিয় রাজনীতিতে ফিরবেন না, সম্প্রতি তাঁর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন খান।
এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আমরা মনে করি, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হওয়া এই সরকারের দায়িত্ব ছিল টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার করা। কারণ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সর্বপ্রথম সংস্কার।’
২৮ মিনিট আগেবিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমনটা বলেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান...
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আজ সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১৯ ঘণ্টা আগেড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মেয়াদ বৃদ্ধির চেয়ে চলমান প্রচারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না। আপনারা অবশ্যই অনির্বাচিত। সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে।’
২ দিন আগে