নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীনদের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপি এবং এর অঙ্গসংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে। যাতে সরকারের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটি উচ্চারণ করতে সাহস না পায়।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, গত শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন সশস্ত্র হামলা চালায়। হামলায় ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ ২৫ নেতা-কর্মী আহত হন। এ সময় আব্বাস উদ্দিন ভূঁইয়ার বাড়িতে ব্যাপক লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনা আবারও প্রমাণ করল সরকার দেশে বিরোধী দলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের আশকারায় শাসকগোষ্ঠীর মদদপুষ্ট ক্যাডাররা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে আনন্দবোধ করছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের বর্তমান হিংস্র রূপ দেখে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে।’
দলের নেতা-কর্মীদের ওপর ক্ষমতাসীনদের সন্ত্রাসী হামলার অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার বিএনপি এবং এর অঙ্গসংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং প্রতিবাদী জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশব্যাপী ভয় ছড়িয়ে দিচ্ছে। যাতে সরকারের বিরুদ্ধে কেউ টুঁ শব্দটি উচ্চারণ করতে সাহস না পায়।’
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, গত শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের লোকজন সশস্ত্র হামলা চালায়। হামলায় ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ ২৫ নেতা-কর্মী আহত হন। এ সময় আব্বাস উদ্দিন ভূঁইয়ার বাড়িতে ব্যাপক লুটপাট চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনা আবারও প্রমাণ করল সরকার দেশে বিরোধী দলহীন নিষ্ঠুর একদলীয় রাষ্ট্র কায়েমে বদ্ধপরিকর। সরকারের দুঃশাসন যেন আরও তীব্র মাত্রা লাভ করেছে। সরকার দেশকে বিএনপিশূন্য করতে এখন মাঠে নেমেছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের আশকারায় শাসকগোষ্ঠীর মদদপুষ্ট ক্যাডাররা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে আনন্দবোধ করছে। সরকারের ভয়াবহ দুঃশাসনের বর্তমান হিংস্র রূপ দেখে দেশের মানুষ আজ বাকরুদ্ধ। অশুভ আশঙ্কা, আতঙ্ক ও ভয়ের এক দুর্বিষহ পরিবেশ জনজীবনকে সারাক্ষণ উদ্বিগ্ন করে রেখেছে।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
৯ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে