নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিলেন লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।’
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাঁদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের।
ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।’
তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।’
ফখরুল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তাঁরা আজকে রাস্তায় নেমে এসেছে, তাঁরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’
পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানোর জন্য সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার দিলেন লক্ষ্মীপুরের কৃষক দলের নেতা বোরহান উদ্দিন। দুই চোখ হারানো বোরহান বলেন, ‘আমাদের কি অপরাধ ছিল? আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম। এরপরও কেন আপনারা গুলি করেছিলেন?’
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ম্যাডাম হাসিনা। আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি। আল্লাহ আপনার বিচার করবে।’
গত ১৮ জুলাই লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রার কর্মসূচি পালন করতে গিয়ে দুই চোখ হারান কৃষক দলের নেতা বোরহান। ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে গুলিতে কৃষক দলের আরেক নেতা সজীব হোসেনের মৃত্যু হয়। অনেকে আহত হন, দৃষ্টিশক্তি হারান অনেকে।
আজ বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করে বিএনপি। বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ওই অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ও তাঁদের স্বজনেরা অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে পুত্র হত্যার বিচার চান সজীবের বাবা আবু তাহের।
ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি, দল আপনাদের সঙ্গে আছে।’
তিনি বলেন, ‘এক যুগেরও বেশি সময় ধরে আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। লড়াই করতে গিয়ে আমাদের নেতা-কর্মীরা গুম-খুনের শিকার হয়েছেন, প্রতিদিনই মামলা-হামলা ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন তারা। লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে আমাদের ভাইয়ের প্রাণ গেছে, চোখ অন্ধ করে দিয়েছে। এখন আমাদের আমাদের সামনে একটাই পথ এই সরকারকে সরাতে হবে।’
ফখরুল বলেন, ‘দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, তাঁরা আজকে রাস্তায় নেমে এসেছে, তাঁরা আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটাবে।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৭ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
৯ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে