নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী শনিবার (১০ জুন) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন করে। এ সময় জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।
ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, অনুমতি না পেলে পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ‘ডিএমপি কার্যালয়ে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে। তাঁরা আমাদের বক্তব্য শুনেছেন। এর আগেও অনুমতি চেয়েছিলাম কিন্তু ওয়ার্কিং ডে হওয়ায় তাঁরা অনুমতি দেননি। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুলিশের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের তারিখ পিছিয়েছে ১০ তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারের কর্মসূচি বন্ধের দিনে দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য তাঁরা পৌঁছে দেবেন। অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।’
জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে দলের এই নেতা বলেন, আইনগতভাবে জামায়াত এখনো বৈধ।
এর আগে ৫ জুন বিক্ষোভ সমাবেশের আবেদন করলেও কর্মদিবস হওয়ায় তা বাতিল করে দেয় ডিএমপি।
আগামী শনিবার (১০ জুন) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন করে। এ সময় জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।
ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, অনুমতি না পেলে পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ‘ডিএমপি কার্যালয়ে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে। তাঁরা আমাদের বক্তব্য শুনেছেন। এর আগেও অনুমতি চেয়েছিলাম কিন্তু ওয়ার্কিং ডে হওয়ায় তাঁরা অনুমতি দেননি। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুলিশের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের তারিখ পিছিয়েছে ১০ তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারের কর্মসূচি বন্ধের দিনে দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য তাঁরা পৌঁছে দেবেন। অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।’
জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে দলের এই নেতা বলেন, আইনগতভাবে জামায়াত এখনো বৈধ।
এর আগে ৫ জুন বিক্ষোভ সমাবেশের আবেদন করলেও কর্মদিবস হওয়ায় তা বাতিল করে দেয় ডিএমপি।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৫ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৬ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে