নোয়াখালী প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাঁরা এখন ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে। গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।’
আজ রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না উল্লেখ করে কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছেন। তাঁদের সঙ্গেও কথা বলেছি। তাঁদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তাঁরা তত্ত্বাবধায়ক বোঝে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন শিক্ষক ও সজ্জন ব্যক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কীভাবে এত বিশ্রী ভাষায় গালি দিতে পারেন! তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদা-ফখরুল বলেছিল, আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তাঁরা এবং তাঁদের জোট পেয়েছিল ৩০ আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০ সিট পাবে। অথচ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। নালিশ করতে করতে বিদেশিদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এই দল এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।’
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন, ‘আন্দোলনের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ্য করা হবে না। যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেওয়া হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তাঁরা এখন ক্ষমতার জন্য পাগল ও বেপরোয়া হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে। গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে।’
আজ রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না উল্লেখ করে কাদের বলেন, কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবে না। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছেন। তাঁদের সঙ্গেও কথা বলেছি। তাঁদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তাঁরা তত্ত্বাবধায়ক বোঝে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘তিনি একজন শিক্ষক ও সজ্জন ব্যক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কীভাবে এত বিশ্রী ভাষায় গালি দিতে পারেন! তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদা-ফখরুল বলেছিল, আওয়ামী লীগ ৩০ আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তাঁরা এবং তাঁদের জোট পেয়েছিল ৩০ আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০ সিট পাবে। অথচ দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদ্গ্রীব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবেন। নালিশ করতে করতে বিদেশিদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এই দল এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।’
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন-সংগ্রামকে উদ্দেশ্য করে বলেন, ‘আন্দোলনের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ্য করা হবে না। যে হাত দিয়ে ভাঙচুর করতে আসবে, সে হাত ভেঙে দেওয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেওয়া হবে।’
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমুখ।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৩ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৫ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে