Ajker Patrika

যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎ: দলীয় পদ ফিরে পেলেন আ.লীগ নেতা রিয়াজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌন হয়রানি ও অর্থ আত্মসাৎ: দলীয় পদ ফিরে পেলেন আ.লীগ নেতা রিয়াজ উদ্দিন

শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলন জনিত অপরাধ প্রমাণ না হওয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াজের অব্যাহতি প্রত্যাহারের কথা জানানো হয়। 

আজ শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বৈঠক অনুষ্ঠিত হয়। 

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ছিলেন রিয়াজ উদ্দিন। তাঁর বিরুদ্ধে যৌন হয়রানিসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে এ পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে এসব অভিযোগ নিয়ে তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। তাদের দেওয়া তদন্ত প্রতিবেদনে রিয়াজের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত