নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতার জন্য বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুলে গেছেন নিজেদের অতীতকে। ক্ষমতার জন্য কতগুলো বাজার, মার্কেট আজকে পুড়িয়েছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল। গরিব মানুষ যেখানে বাজার করে, সেই বাজারগুলো আগুন দিয়ে পুড়িয়েছে। এদের ক্ষমা নেই। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে এই আগুন লাগানো হয়েছে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন লাগানো মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের প্র্যাকটিস বলে দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। যে আগুন নিয়ে আজ খেলছেন, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য, সেই আগুনে আপনারাই পুড়ে মরবেন। এই আগুন আপনাদেরই পুড়িয়ে মারবে। সব ভুলে গেছেন।
কাদের বলেন, ‘আজকে বিএনপির গায়ে জ্বালা। তাদের যন্ত্রণা এই সংকটেও কেন বাংলাদেশ ভালো আছে। দ্রব্যমূল্য সারা দুনিয়ায় বেড়ে গেছে। বাংলাদেশ কী করবে? বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করতে হয়। আজকে আগুনের কথা বলেন মির্জা ফখরুল। লজ্জা শরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাতেন না। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস তাঁকে জানতে বলি।’
আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছে বলে দাবি করেন কাদের। তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই করিনি। আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্যোন্নয়ন করি। তোমরা করো পকেটের উন্নয়ন। ক্ষমতা বিএনপির কাছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, পাশে থাকা, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা।’
কাদের অভিযোগ করে বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায়। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটা। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
ক্ষমতার জন্য বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুলে গেছেন নিজেদের অতীতকে। ক্ষমতার জন্য কতগুলো বাজার, মার্কেট আজকে পুড়িয়েছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল। গরিব মানুষ যেখানে বাজার করে, সেই বাজারগুলো আগুন দিয়ে পুড়িয়েছে। এদের ক্ষমা নেই। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে এই আগুন লাগানো হয়েছে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন লাগানো মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের প্র্যাকটিস বলে দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। যে আগুন নিয়ে আজ খেলছেন, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য, সেই আগুনে আপনারাই পুড়ে মরবেন। এই আগুন আপনাদেরই পুড়িয়ে মারবে। সব ভুলে গেছেন।
কাদের বলেন, ‘আজকে বিএনপির গায়ে জ্বালা। তাদের যন্ত্রণা এই সংকটেও কেন বাংলাদেশ ভালো আছে। দ্রব্যমূল্য সারা দুনিয়ায় বেড়ে গেছে। বাংলাদেশ কী করবে? বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করতে হয়। আজকে আগুনের কথা বলেন মির্জা ফখরুল। লজ্জা শরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাতেন না। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস তাঁকে জানতে বলি।’
আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছে বলে দাবি করেন কাদের। তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই করিনি। আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্যোন্নয়ন করি। তোমরা করো পকেটের উন্নয়ন। ক্ষমতা বিএনপির কাছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, পাশে থাকা, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা।’
কাদের অভিযোগ করে বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায়। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটা। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
১ ঘণ্টা আগেনতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
২১ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১ দিন আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
২ দিন আগে