নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্যান্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তিকে জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের মানুষের যখন প্রতিমুহুর্তে ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে, হিমশিম খাচ্ছে এবং জীবন দুর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্র মন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বললেন, যে বেহেশতে আছে।’
আজ শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব এ রকম এসব কথা বলেন।
ব্যক্তিগত পর্যায়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইদানীংকালে ওনার (পররাষ্ট্র মন্ত্রী) যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছেন যে, স্ফীত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীদের যেটা হয়েছে যে, সকলেরই আমাদের দেশি ভাষায় বলি, সরি যে একটা হালকা কথা বলব, ‘চিটনাই বেড়ে গেছে’। তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে এই সমস্যা (বিদ্যুতের লোডশেডিং) নিয়ে।’
পররাষ্ট্রমন্ত্রীসহ সব মন্ত্রীদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত এমন পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন যে উক্তিগুলোতে দেশের মানুষ কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ওনার এ রকম পরিহাস করার কোনো অধিকার নেই।’
বিদ্যুৎ খাতে বিশেষ দায়মুক্তি আইন তৈরি করে দুর্নীতি ও লুটপাটের জন্য সংশ্লিষ্ট আমলা-প্রকৌশলীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। যা এই সব লুটপাট ও দুর্নীতিকে ত্বরান্বিত করেছে বলেও মনে করেন বিএনপি এই নেতা।
অন্যান্য দেশের তুলনায় আমরা সুখে আছি, বেহেশতে আছি পররাষ্ট্রমন্ত্রীর এমন উক্তিকে জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশের মানুষের যখন প্রতিমুহুর্তে ভোগান্তি হচ্ছে, কষ্ট করছে, হিমশিম খাচ্ছে এবং জীবন দুর্বিষহ হচ্ছে সেই সময়ে পররাষ্ট্র মন্ত্রী বেহেশতে যাওয়ার কথা বললেন, যে বেহেশতে আছে।’
আজ শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব এ রকম এসব কথা বলেন।
ব্যক্তিগত পর্যায়ে কথা বলার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘ইদানীংকালে ওনার (পররাষ্ট্র মন্ত্রী) যে চেহারা, সেই চেহারার মধ্যে যেটা ফুটে উঠেছেন যে, স্ফীত হয়েছেন এবং বেশির ভাগ মন্ত্রীদের যেটা হয়েছে যে, সকলেরই আমাদের দেশি ভাষায় বলি, সরি যে একটা হালকা কথা বলব, ‘চিটনাই বেড়ে গেছে’। তার কারণটা হচ্ছে প্রচুর লুটপাট হচ্ছে। সেই লুটপাটের কারণে তারা জনগণের সঙ্গে পরিহাস, তামাশা শুরু করেছে এই সমস্যা (বিদ্যুতের লোডশেডিং) নিয়ে।’
পররাষ্ট্রমন্ত্রীসহ সব মন্ত্রীদের এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকা উচিত এমন পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘মন্ত্রী মহোদয় এর আগেও এমন এমন সব উক্তি করেছেন যে উক্তিগুলোতে দেশের মানুষ কিছুটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে ওনার এ রকম পরিহাস করার কোনো অধিকার নেই।’
বিদ্যুৎ খাতে বিশেষ দায়মুক্তি আইন তৈরি করে দুর্নীতি ও লুটপাটের জন্য সংশ্লিষ্ট আমলা-প্রকৌশলীদের দায়মুক্তি দেওয়া হয়েছে। যা এই সব লুটপাট ও দুর্নীতিকে ত্বরান্বিত করেছে বলেও মনে করেন বিএনপি এই নেতা।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১২ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৪ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে