নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সীমাহীন দুর্নীতি, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পদযাত্রার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী, যে কথাগুলো আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন যে যুক্তরাষ্ট্র নাকি তাঁকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি (প্রধানমন্ত্রী) জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাঁকে সমর্থন দিচ্ছে না। কারণ, বাংলাদেশের মানুষ আজ একটাই কথা বলছে যে—আপনি এই মুহূর্তে (শেখ হাসিনা) সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না।’
‘আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টা জবাবে ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ) বলছে যে তাদের আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়। কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে; তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি—সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় এক পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সীমাহীন দুর্নীতি, নেতা-কর্মীদের গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই পদযাত্রার আয়োজন করে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী, যে কথাগুলো আমাদের দেশকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী বললেন যে যুক্তরাষ্ট্র নাকি তাঁকে সরাতে চায়। এটা কোনো প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করি না। তার মানে তিনি (প্রধানমন্ত্রী) জেনে গেছেন আন্তর্জাতিক মহল তাঁকে সমর্থন দিচ্ছে না। কারণ, বাংলাদেশের মানুষ আজ একটাই কথা বলছে যে—আপনি এই মুহূর্তে (শেখ হাসিনা) সরে যান, পদত্যাগ করুন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন। হাসিনা সরকারের অধীনে এই দেশে কোনো নির্বাচন হবে না।’
‘আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়’—প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পাল্টা জবাবে ফখরুল বলেন, আজকে তারা (আওয়ামী লীগ) বলছে যে তাদের আমলে নাকি নির্বাচন সুষ্ঠু হয়। কোনো কালেই তাদের নির্বাচন সুষ্ঠু হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না।
এর আগে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের সভায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আজ যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে; তাদের বলব, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন স্বচ্ছ হয়, নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, সেই ব্যবস্থা যে আমরা করতে পারি—সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। কাজেই এটা নিয়ে আর কারও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।’
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১২ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৪ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে