কী দেখলাম, শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন বাইডেন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৪১
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ১৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘চোখে এখন অন্ধকার দেখছে। খবর নিয়ে দেখবেন, বিএনপির নেতারা বেলা থাকতে মিছিল শেষ করে হাত-পা বিছিয়ে শুয়ে পড়েছেন। একটারও ঘুম আসবে না রাতে। কী শুনলাম, কী দেখলাম, আর এখন কী হচ্ছে? বাইডেন সাহেব শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন কেমন করে। এসব দেখে কী আর ভালো লাগছে।’

আজ শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপি দেশে অপরাজনীতি করছে দাবি করে এর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

কাদের বলেন, ‘আজকে নতুন একটা খবর আছে। দিল্লিতে কী হচ্ছে? জি-২০ সম্মেলন। এত দিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল। বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে তাদের ক্ষমতায় বসাবে। এই না?’ 

নেতা-কর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘কী দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে। তুলছেন না? সঙ্গে আবার পুতুলও (সায়মা ওয়াজেদ) ছিলেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন কী হবে? এখন কোন যাত্রা, পতন যাত্রা না পশ্চাৎযাত্রা? এখন পেছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। কোথায় বিক্ষোভ? কোথায় বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, উত্তাল তরঙ্গ মালা, সেটা থেকে গরুর হাটে গোলাপবাগে খাদে পড়ে, তারপরে পদযাত্রা মানেই পশ্চাৎযাত্রা। আজকের গণমিছিলে হাঁক যতটুকু দেখেছি মনে হয় না জনগণ আর গণমিছিলে আসবে। জনগণ নেই, বিএনপির নেতা-কর্মীরা আর আমেরিকার দিকে তাকাবে না।’

কাদের আরও বলেন, ‘আগামীকাল ইউরোপের নেতা মাখোঁ আসছেন। কী বলবেন ফখরুল, গয়েশ্বর, আমীর খসরু? ইউরোপের সবচেয়ে জাঁদরেল নেতা বাংলাদেশে সফরে আসছেন। এখন শুধু আসবে। এখন নেতিবাচক আসবে না, সব ইতিবাচক।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত